জিম্বাবুয়ে সিরিজের সূচি ঘোষণা
সকাল দশটায় কখনও টি-টোয়েন্টি শুরু হতে দেখেছেন? বাংলাদেশের মাটিতে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ দুপুর বারোটার আগে শুরু হতে দেখেছেন? খুঁজে দেখুন, কোনো উত্তর পাবেন না। এবার দর্শকরা সেটারই সাক্ষী হতে যাচ্ছে। জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। সেখানে দেখা গেল, সিরিজের সবশেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সকাল দশটায়।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে বাংলাদেশে আসবে আগামী ২৮ এপ্রিল। সেদিনই তারা চলে যাবে চট্টগ্রামে। সাগরিকায় ০৩ মে সন্ধ্যা ছয়টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি দুই দল। একদিন বিরতি দিয়ে একই সময়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। সিরিজের তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে সাত মে দুপুর তিনটায়। এরপরই শেষ চট্টগ্রাম পর্ব।
এরপর দুই দলের ঢাকায় ফেরার পর অর্থাৎ তিন দিন বিরতি দিয়ে ১০ মে মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ ম্যাচ। টাইমিংটা প্রথম দুই ম্যাচের মতোই সন্ধ্যা ছয়টায়। হোম অব ক্রিকেটে ৫ম অর্থাৎ শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে সকাল দশটায়। সিরিজ শুরুর আগে যেটা অবশ্য খানিক কৌতুহলেরও জন্ম দিয়েছে। কারণ সকাল দশটায় এর আগে বাংলাদেশ কখনোই খেলেনি আন্তর্জাতিক কোনো টি-টোয়েন্টি।
এর আগে ২০১৮ এর ডিসেম্বরে সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি খেলতে নেমেছিলো দুপুর সাড়ে বারোটায়। আগামী ১৩ই মে বাংলাদেশ ছাড়বে জিম্বাবুয়ে দল।
এক নজরে বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের সূচি
তারিখ | ম্যাচ | সময় | ভেন্যু |
৩ মে | প্রথম টি-টোয়েন্টি | সন্ধ্যা ৬টা | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
৫ মে | দ্বিতীয় টি-টোয়েন্টি | সন্ধ্যা ৬টা | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
৭ মে | তৃতীয় টি-টোয়েন্টি | বিকেল ৩টা | জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম |
১০ মে | চতুর্থ টি-টোয়েন্টি | সন্ধ্যা ৬টা | শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা |
১২ মে | পঞ্চম টি-টোয়েন্টি | সকাল ১০টা | শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা |