যে কারণে দল থেকে বাদ লিটন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিনি ছিলেন তৃতীয় স্থানে, সেটা খুব বেশি দিন আগের কথা নয়! তবে লিটন দাস তার বিপিএলের ফর্মটাকে জাতীয় দলে টেনে আনতে পারেননি। যার খেসারতটা তিনি দিলেন দল থেকে জায়গা খুইয়ে। বিষয়টা আজ জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুও।
বিপিএলে ১৪ ম্যাচ খেলে ৩৯১ রান করেছিলেন লিটন। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেই যেন সে ফর্মটা হারিয়ে বসলেন। বিপিএলের পর থেকে পাঁচটি ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ৪৩ রান, যার ৩৬-ই এসেছে এক ইনিংসে। তিন ইনিংসে ফিরেছেন রানের খাতা খোলার আগে, আর অন্য এক ইনিংসে করেছেন সাত রান।
মূলত সে কারণেই তিনি জায়গা হারিয়েছেন দল থেকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন বিষয়টি। তিনি বলেন, ‘নতুন বলে খুবই অধারাবাহিক হওয়ার কারণে লিটন দাসকে আমরা এই স্কোয়াডের সঙ্গে আর রাখছি না।’
তবে তাকে বাদ দেওয়ার পর দলে নতুন করে কোনো ওপেনার যোগ করা হচ্ছে না। ১৫ সদস্যের স্কোয়াডে আছে ওপেনার এনামুল হক বিজয় ও তানজিদ হাসান তামিমের উপস্থিতি। মূলত এ কারণে লিটনের বদলে কোনো ওপেনার দলে ঢোকানো হয়নি বলে জানান প্রধান নির্বাচক। তিনি জানান, এই সিদ্ধান্তে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অভিমতও নেওয়া হয়েছে।
লিপুর ভাষ্য, ‘লিটন কুমার দাসকে আমরা যখন স্কোয়াড থেকে সরিয়ে দিলাম, তখন নতুন কোনো ওপেনার দলে আনা প্রয়োজনবোধ করিনি আমরা, কারণ ইতোমধ্যেই দুটো অপশন আমাদের হাতে আছে, তার মধ্যে একটি আমাদের কোচ ও ক্যাপ্টেনকে বেছে নিতে হবে। এখানে কোচ ও ক্যাপ্টেনের মতামত আমরা নিয়েছি।’