যে কারণে শেষ ওয়ানডের স্কোয়াডে জাকের

যে কারণে শেষ ওয়ানডের স্কোয়াডে জাকের

জাকের আলী অনিক শেষ কিছু দিন ধরেই আছেন ফর্মের তুঙ্গে। বিপিএল দিয়ে স্পটলাইটে, এরপর আসেন জাতীয় দলে। প্রথম টি-টোয়েন্টিতেই কেড়ে নেন সবটুকু আলো। এবার ওয়ানডে দলেও জায়গা করে নিলেন তিনি। 

তবে তিনি এসেছেন লিটন দাসের জায়গায়। একজন ওপেনারের বদলে মিডল অর্ডার ব্যাটার হিসেবে জাকেরকে নেওয়া হয়েছে। দলে একাধিক ওপেনার বিকল্প হিসেবেই আছেন এখনও, সে কারণে লিটনের বদলি হিসেবে অন্য পজিশনের খেলোয়াড়ই খোজা হচ্ছিল, জানান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। 

তিনি বলেন, ‘লিটনের পরিবর্তে দলে মিডল অর্ডারের কাউকে সংযোজন করা যায়… কারণ সেখানে একটা গ্যাপ আছে। সেখানে আমরা জাকের আলী অনিককে মনে করেছি, উইকেটকিপার ব্যাটসম্যান, তিনি এই জায়গায় উপযুক্ত হবেন। টি-টোয়েন্টিতে রান করেছেন, ডিপিএল চলছে, সেখানেও রান করছেন। মাল্টিপল রোল খেলতে পারেন, মিডল অর্ডারের ওপরের দিকে খেলতে পারেন, আবার ফিনিশারের দায়িত্বটাও পালন করতে পারেন।’ 

জাকেরের দলে আসার পেছনে কারণ আরও একটা আছে। লোয়ার মিডল অর্ডারের জোরটা বাড়ানো। মিডল অর্ডার পারফর্ম করেছে দুই ম্যাচেই। কিন্তু লোয়ার মিডল অর্ডার প্রত্যাশা মেটাতে পারেনি। মূলত সে কারণে তাকে দলে ভেড়ানো।

তবে এখানেই শেষ নয়। কনকাশন আধুনিক ক্রিকেটে খুবই পরিচিত দৃশ্য। তবে এমন কিছু সচরাচর হয় না। সে বিষয়টাও ভাবনায় ছিল নির্বাচকদের। লিপু বলেন, ‘আজকাল ক্রিকেটে কনকাশনের একটা ঝুঁকি থাকে, সে কারণে একটা সফট কুশন দেওয়ার জন্য আমরা মনে করেছি যে টিম ম্যানেজমেন্টকে লিটন কুমার দাসের পরিবর্তে জাকের আলী অনিককে দলে ঢোকালে দলের ভারসাম্য অনেক ভালো থাকবে, কারণ তৃতীয় ম্যাচটা ডে নাইট ম্যাচ হচ্ছে না, সকাল দশটায় শুরু হচ্ছে, মানে পুরো দিনের ম্যাচ। তো সে আলোকে আমরা মনে করছি জাকের আলী অনিক এই জায়গার জন্য মোস্ট ডিজার্ভিং ক্যান্ডিডেট।’

সম্পর্কিত খবর