ডিপিএলে ব্যাট হাতে টানা তিন ম্যাচেই ব্যর্থ তামিম
বিপিএলের এবারের আসরে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন তামিম ইকবাল। আসরের ১৫ ম্যাচে করেছেন সর্বোচ্চ ৪৯২ রান। জিতেছেন টুর্নামেন্টসেরা খেতাবও। সঙ্গে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়ে এনে দিয়েছেন ফ্রাঞ্চাইজিটির প্রথম বিপিএল শিরোপা। এতে অসাধারণ এই পারফর্মের রেশ ধরে অনেকেই তামিমের জাতীয় দলে ফেরা দেখছিলেন। তবে সেখানে তামিম জানান, এখনই ফিরছেন না জাতীয় দলের জার্সিতে।
জাতীয় দলে না ফিরলেও বিপিএলের ঠিক পরপরই শুরু হওয়া ডিপিএলে যোগ দেন তামিম। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক হয়ে। সেখানে দলটির হয়ে নিয়মিত এই তারকা ব্যাটারকে মাঠে দেখা গেলেও পাচ্ছেন না রান। বিপিএলের সেই দুর্দান্ত ফর্ম ছাপিয়ে ডিপিএলে যেন ফর্ম খুঁজতে মরিয়ে এই বাঁহাতি ব্যাটার।
ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে এবারের আসরের প্রথম ম্যাচে ১৭ রান করে আউট হন তামিম। দলটির হয়ে পরের ম্যাচে তিনে নামেন তিনি। যদিও সেটি ম্যাচ ধরতে রাস্তায় বিলম্ব হওয়ার কারণে। সেই ম্যাচে প্রাইম ব্যাংকের দুই ওপেনার পারফেজ হোসেন ইমন ও শাহাদত হোসেন দিপু জোড়া সেঞ্চুরি হাঁকালেও তামিম ছিলেন নিষ্প্রভ। সে ম্যাচে ফেরেন ১৭ রান করে।
সেই ফর্মহীনতা আজকের (রোববার) ম্যাচেও যেন ধরে রেখেছেন দেশের হয়ে এক সময় ওপেনিং মাতানো এই ব্যাটার। এদিন ফিরেছেন আরও দ্রুত। সিটি ক্লাবের বিপক্ষে এই ম্যাচে দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি তামিম। ফিরেছেন ১১ বলে ৬ রান করে। এ নিয়ে চলতি আসরের তিন ম্যাচে তামিম সংগ্রহ কেবল ৩৯ রান।
এদিকে তামিম ব্যর্থ হলেও তার দল প্রাইম ব্যাংক খেলে চলেছে দুর্দান্ত। আগের দুই ম্যাচে জয় তুলে এ ম্যাচে আছে দারুণ ছন্দে। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০ ওভারে শেষে ২ উইকেট হারিয়ে ১৭৩ রান তুলেছে দলটি।