রিয়ালে আনচেলত্তির ‘ডাবল সেঞ্চুরি’
স্প্যানিশ লা লিগায় টানা ২৮ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখে গত রাতের ম্যাচে ওসাসুনাকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সেখানে জোড়া গোল করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। বাকি দুটি এসেছে দানি কারবাহাল ও ব্রাহিম দিয়াসের পা থেকে। এই জয়ের শিরোপা জয়ের দৌড়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করলো রিয়াল। ২৯ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৭২, যা সমান ম্যাচে দুইয়ে থাকা জিরোনার চেয়ে ১০ পয়েন্ট বেশি।
প্রতিপক্ষের মাঠে সহজ জয়, শীর্ষস্থান মজবুত, শিরোপার লড়াইয়ে একক আধিপত্য, সব ছাপিয়ে অন্য এক ক্ষেত্রে ম্যাচটি রিয়ালের জন্য বাড়তি স্পেশাল। দলটির হয়ে চলমান পঞ্চম মৌসুমে এসে কোচ হিসেবে এটি ছিল কার্লো আনচেলত্তির ২০০তম জয়। এখন পর্যন্ত এই ইতালিয়ান বসে অধীনে ২৭৭ ম্যাচ খেলেছে লস ব্লাঙ্কোসরা।
রিয়ালের কোচ হিসেবে আনচেলত্তির এই ২০০ জয়ের ১২৯টি ছিল লা লিগায়, ৪৩টি চ্যাম্পিয়নস লিগে, ১৮টি কোপা দের রেতে, ৪টি স্প্যানিশ সুপার কাপে, ৪টি ক্লাব বিশ্বকাপে এবং ২টি জয় এসেছে ইউরোপিয়ান সুপার কাপে। রিয়ালের ক্লাব ইতিহাসের দ্বিতীয় কোচ হিসেবে ২০০ জয়ের মাইলফলক ছুঁলেন আনচেলত্তি। এর আগে এই মাইলফলক ছুঁয়েছেন স্রেফ স্প্যানিশ কোচ মিগুয়েল মুনোজ। এবং রিয়ালের কোচ হিসেবে সর্বোচ্চ ৩৫৭ জয়ের রেকর্ডও তার।
এদিকে রিয়ালের হয়ে ২০০তম জয়ের দিনে আরেক কীর্তি গড়েছেন আনচেলত্তি। শীর্ষ সারি ক্লাবগুলোতে দায়িত্ব পালনে কোচ হিসেবে এটি ছিল তার ৯০০তম ম্যাচ।
লা লিগার গত রাতে রিয়ালের এই ম্যাচে দলের হয়ে জোড়া গোল পেলেও ম্যাচটি ভিনিসিউসের জন্য ছিল অম্ল-মধুর। সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচের পর এ ম্যাচেও হলুদ কার্ড দেখায় রিয়ালের হয়ে লা লিগার পরের ম্যাচটি ডাগ-আউটে বসেই কাটাতে হবে এই তারকা ফরোয়ার্ডকে।