বাবরদের থামিয়ে পিএসএলের ফাইনালে ইসলামাবাদ 

বাবরদের থামিয়ে পিএসএলের ফাইনালে ইসলামাবাদ 

প্রথম কোয়ালিফায়ার জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল মুলতান সুলতানরা। রিজওয়ানদের কাছে সেই ম্যাচে হেরেও ফাইনালে উঠার সুযোগ ছিল বাবর আজমের পেশোয়ার জালমির। তবে সেখানে এবার বাগড়া দিল শাদাব খানের দল ইসলামাবাদ ইউনাইটেড। দুইবারের সুযোগ হারিয়ে দ্বিতীয় এলিমিনেটরে গত রাতের ম্যাচে ইসলামাবাদের কাছে ৫ উইকেটে হেরে পিএসএলের এবারের আসর থেকে বিদায় নিল বাবর আজমের দল। 

এদিকে প্রথম এলিমিনেটরে কোয়েটা গ্যাডিয়েটর্সকে হারিয়ে দ্বিতীয় এলিমিনেটরে জায়গা পায় ইসলামাবাদ। পরে সেখানেও জিতে প্লে-অফে জোড়া ধাক্কা পেরিয়ে ফাইনালে ওঠে দলটি। আগামীকাল ফাইনালে এবার মুলতান সুলতানদের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে নামবে ইসলামাবাদ ইউনাইটেড। 

করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে গতকালের ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং পায় বাবররা। সেখানে ওপেনার আইয়ুবের তাণ্ডবে শুরুটা বেশ ভালো পায় পেশোয়ার। তবে এদিনে খুব একটা ছন্দে ছিলেন না বাবর। ২২ বলে ২৫ করে আউট দন। তবে রানের গতি ধরে রাখেন সাইম। ৪৪ বলে খেলেন ৭৩ রানের দারুণ এক ইনিংস। তবে ১৩১ রানের মাথায় এই বাঁহাতি ব্যাটার ফিরলে কমতে শুরু করে রানের গতি। দুইশ পেরিয়ে যাওয়ার সম্ভাবনা জাগালেও তা থামে ১৮৫ রানেই। 

১৮৬ রানের সেই লক্ষ্য শুরুতেই আরও কঠিন করে ফেলে ইসলামাবাদ। ৫০ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। আজম খান কিছুটা থিতু হওয়ার আশা জাগালেও ফেরেন দলীয় ৯১ রানের মাথায়। ততক্ষণে সাজঘরে ইসলামাবাদের অর্ধেক ব্যাটার। সেখান থেকে ম্যাচে ফেরা মোটেও সহজ ছিল না দলটির। 

তবে ইমাদ ওয়াসিম (৫৯*) ও হায়দার আলীর (৫২*) সময় উপযোগী ৯৮ রানের অবিছিন্ন জুটিতে শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ১ ওভার ও পাঁচ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় শাদাব খানের দল।  

 

সম্পর্কিত খবর