‘ফাইনালে’ সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ
দুই ম্যাচে জিতেছে দুই দল। শেষ ওয়ানডেটা ফাইনালই হয়ে দাঁড়িয়েছে। তবে এই ফাইনালের আগে দুই দলই পেল দুঃসংবাদ। চোটের কারণে শ্রীলঙ্কা দিলশান মাদুশঙ্কাকে হারিয়েছিল কিছুক্ষণ আগে। এবার শেষ ম্যাচের ২৪ ঘণ্টা আগে বাংলাদেশ হারাল তানজিম হাসান সাকিবকে। হ্যামস্ট্রিং চোটের কবলে পড়েছেন তিনি।
চোটটা মূলত তানজিম পেয়েছেন প্রথম ওয়ানডেতেই। সে ম্যাচে শ্রীলঙ্কা ইনিংসের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে নিজের ওভারও শেষ করতে পারেননি তিনি। বের হয়ে গিয়েছিলেন এর আগেই।
দ্বিতীয় ওয়ানডেতেও অবশ্য এরপর খেলেছেন তানজিম। নিজের কোটার পুরো ওভার বল করেছিলেন তিনি। নিয়েছিলেন একটি উইকেট। তবে শেষ ওয়ানডের আগে আবারও দুঃসংবাদ পেলেন তিনি। শেষ ওয়ানডেতে তাই খেলতে পারছেন না তিনি।
তার চোটের কারণে কপাল খুলে যেতে পারে মুস্তাফিজুর রহমানের। টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচে খেললেও ওয়ানডে সিরিজে এক ম্যাচেও তাকে দেখা যায়নি। তানজিম সাকিবের অনুপস্থিতিতে একাদশে ঢুকতে পারেন তিনি।