সাকিবের জায়গায় দলে ঢুকলেন হাসান

সাকিবের জায়গায় দলে ঢুকলেন হাসান

হ্যামস্ট্রিং চোট পথ আগলে দাঁড়িয়েছে তানজিম হাসান সাকিবের। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি। তার চোটে দলে ঢুকেছেন আরেক পেসার হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা সিরিজের দলে ছিলেন না হাসান মাহমুদ। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলছিলেন প্রাইম ব্যাংকের হয়ে। খবর পেয়েই ছুট লাগিয়েছেন চট্টগ্রামের উদ্দেশে।

সবশেষ বিপিএলে ফর্মটা খারাপ ছিল না হাসানের। রংপুর রাইডার্সের হয়ে ১৩ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। এরপর ঢাকা প্রিমিয়ার লিগেও শুরুটা করেছেন ভালো। প্রথম ম্যাচে শাইনপুকুরের বিপক্ষে ১৫ রান খরচায় তুলে নিয়েছিলেন ৪ উইকেট। পরের দুই ম্যাচে অবশ্য উইকেট পাননি। দলে ডাক পেয়ে এবার তিনি পৌঁছেছেন চট্টগ্রামে।

তানজিম সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বোলিং করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন। ওভার শেষ না করেই মাঠের বাইরে চলে যেতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে পুরো দশ ওভার বোলিং করেছেন। কিন্তু সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে অস্বস্তিবোধ করেন। সে কারণে তাকে নিয়ে ঝুঁকি নেয়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।

সম্পর্কিত খবর