লিটন ‘বাদ পড়েছেন, অমন কিছু নয়’, বললেন মিরাজ

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:১২ পিএম | ১৭ মার্চ, ২০২৪

বাজে ফর্মের কারণে লিটন দাসকে শেষ ওয়ানডের স্কোয়াডে রাখা হয়নি। বিষয়টা গতকাল এক বিবৃতিতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে আজ দলের সংবাদ সম্মেলনে সিনিয়র ক্রিকেটার মেহেদি হাসান মিরাজ বললেন ভিন্ন কথা। তিনি জানালেন তার দৃষ্টিকোণটা, লিটন বাদ পড়েছেন এমন কিছু মনে করেন না তিনি। 

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটন প্রসঙ্গে মিরাজ বলেন, ‘লিটনদা অনেক ভালো ভালো ইনিংস খেলেছে। তার অনেক ইনিংস আছে যা স্মরণীয়। আমি মনে করি উনি বাদ পড়েছে ওইরকম কিছু না, আকার কামব্যাক করতে পারবে। এটা আমি মনে করি। উনার মধ্যে সেই সম্ভাবনা আছে। আমরা জানি উনি কেমন খেলোয়াড়। উনি যে বাদ পড়েছে, এই রকম কিছু না। একটু হয়তো অফফর্মে আছে। আবার খুব দ্রুত বাংলাদেশ দলে ফিরে আসবে, এটা আমি বিশ্বাস করি।’

অথচ আগের দিনই লিটনকে বাদ দেওয়ার প্রসঙ্গে গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন, ‘সাদা বলে লিটনের সাম্প্রতিক পারফরম্যানের কারণে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’ সিনিয়র ক্রিকেটারকে দল থেকে বাদ করার পর এমন বিবৃতিতে অন্যদের কাছেও চলে যাচ্ছে একটা বার্তা। মিরাজের কথাতেই তা স্পষ্ট। তার অভিমত, জাতীয় দল মানেই পারফর্ম করে টিকে থাকার লড়াই।

তিনি বলেন, ‘জাতীয় দলে কিন্তু পারফর্ম করেই খেলতে হবে। আমি যদি ভালো না খেলি, আমাকেও বাদ দেওয়া হবে। জাতীয় দল এমন একটা জায়গা আপনাকে পারফর্ম করে স্টাবলিস্ট হতে হবে। এটা একদিনের না। দেখেন মুশফিক ভাই, রিয়াদ ভাইরা অনেক বছর সার্ভিস দিয়েছে বাংলাদেশে। তারপরও সবার আপ ডাউনস থাকে। আমার কাছে মনে হয় পারফর্ম করে জাতীয় দলে থাকাটা গুরুত্বপূর্ণ। আপনি খারাপ খেললেও কিন্তু আপনি চান্স পাবেন না, এটা প্রত্যেকটা খেলোয়াড়ের ক্ষেত্রেই হতে পারে।’

খেলার দুনিয়া | ফলো করুন :