অলরাউন্ডার আফিফে হ্যাটট্রিক জয় আবাহনীর
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে হ্যাটট্রিক জয় তুলেছে আবাহনী লিমিটেড। সাভারের তিন নম্বর মাঠে আবাহনীর কাছে পাত্তায় পায়নি শাইনপুকুর। আবাহনীর ৭ উইকেটের বড় জয়ে ব্যাটে বল অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা আফিফ হোসাইন ধ্রুব।
ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ভালো শুরু পায়নি শাইনপুকুর। দলীয় ৪৭ রানেই পাঁচ উইকেট খুইয়ে ফেলে শাইনপুকুর। দলকে টেনে তুলেন অধিনায়ক আকবর আলি ও এসএম মেহরাব। ফিফটির পর ৫৫ রানে আকবর সাজঘরে ফিরলে ফের ধস নামে শাইনপুকুরের উইকেটে। এরপর ৪২.৪ ওভারে গুঁড়িয়ে যায় মাত্র ১৬৯ রানে। ৫০ রানে অপরাজিত থাকেন মেহরাব।
আবাহনীর হয়ে ১৭ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন খালেদ আহমেদ। ৩৪ রান খরচায় ২ উইকেট শিকার করেছেন আফিফ হোসাইন।
সহজ লক্ষ্যে দলীয় ৩৯ রানে সাজঘরে ফিরেন সাব্বির হোসাইন। এরপর তিন নম্বরে ব্যাট করতে আসেন শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে বাদ পড়া লিটন দাস। উইকেটে থিতু হওয়ার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ব্যর্থ হতে হয়েছে তাকে। ১৯ বলে ব্যক্তিগত ৫ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।
এরপর মাহমুদুল হাসান জয়কে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন মোহাম্মদ নাঈম। ওপেনার নাঈম ৬৬ রানে সাজঘরে ফিরলে আফিফকে নিয়ে ৯৫ বল ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচ শেষ করে আসেন মাহমুদুল জয়। জয়ের পথে জয়ের ব্যাট থেকে আসে ৫১ রান। আফিফ অপরাজিত ছিলেন ২৫ রানে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ১৬৯; (আকবর ৫৫, মেহরাব ৫০*; খালেদ ৩/১৭, আফিফ ২/৩৪)
আবাহনী লিমিটেড: ১৭২/৩; (নাঈম ৬৬, জয় ৫১*, আফিফ ২৫*; আরাফাত ২/২২)
ফল: আবাহনী ৭ উইকেটে জয়ী।