শিশির নিয়ে ভাবনা, আর না!
শুরুতে ব্যাট করাটা যেন মরণফাঁদই হয়ে ছিল। দিবা রাত্রির ম্যাচে সন্ধ্যাবেলায় বছরের এই সময়টায় শিশির প্রভাব থাকে বেশ। যে কারণে শেষে বোলিং করাটা কঠিনই হয়ে পড়ে।
টি-টোয়েন্টি সিরিজে এমন পরিস্থিতি দেখা গেছে। দেখা গেছে ওয়ানডে সিরিজেও। তবে শেষ ওয়ানডের আগে এমন কোনো কিছু নিয়ে ভাবনা নেই আর। কারণ শেষ ওয়ানডেটা যে হবে দিনের আলোতে!
২০২১ সালে সবশেষ কোনো ম্যাচ পুরোপুরি দিনের আলোতে খেলেছিল বাংলাদেশ। তার আগের এই নজিরটা ছিল সেই ২০১৩ সালে। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ দিনের আলোয় হয়েছে সেই ২০১১ বিশ্বকাপে।
দীর্ঘদিন পর আবারও কোনো ম্যাচ দিনে খেলা হচ্ছে। তাতে দলে স্বস্তি। কারণ পরে বোলিং করে যে আর শিশিরের সমস্যায় পড়তে হবে না! গতকাল এক বিবৃতিতে তানজিম হাসান সাকিব জানিয়েছিলেন তার স্বস্তির কথা। এবার আজ মেহেদি হাসান মিরাজও জানালেন তার ভাষ্য।
বললেন, ‘শেষ ম্যাচটা আমরা হেরেছি, আমরা তো জানি আমাদের কন্ডিশন সম্পর্কে। যেহেতু দিনের ম্যাচ অবশ্যই একটা সুবিধা থাকবে আমাদের জন্য। রাতের খেলা নির্ভর করেছে টসে ওপরে। যারা জেতে তাদের সুবিধাটা বেশি থাকে। অবশ্য কালকের ম্যাচটা আমরা ভালো খেলার চেষ্টা করব।’