শেখ মাহেদীর হ্যাটট্রিক, সোহানের সেঞ্চুরি

শেখ মাহেদীর হ্যাটট্রিক, সোহানের সেঞ্চুরি

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের দেওয়া ৩০৬ রানের বিশাল লক্ষ্যে শেষ ওভারের নাটকীয়তায় মাত্র ৩ রানে ম্যাচ হেরেছে সিটি ক্লাব। ম্যাচের শেষ তিন বলে তিন উইকেট তুলে হ্যাটট্রিক করেছেন শেখ মাহেদী। ডিপিএলে দিনের অপর ম্যাচে নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে সহজ জয় তুলেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সাভারের চার নম্বর মাঠে প্রাইম ব্যাংক-সিটি ক্লাবের ম্যাচটি উত্তাপ ছড়িয়েছে বেশ। প্রাইম ব্যাংকের দেওয়া ৩০৬ রানের বিশাল লক্ষ্যে শেষ ওভার পর্যন্ত লড়াইয়ে ছিল সিটি। ম্যাচ জিততে শেষ ওভারে ১৪ রান করতে হতো সিটি ক্লাবের। শেখ মাহেদীর প্রথম তিন বলে ১১ রান তুলে সেই কাজটা হাতের নাগালে নিয়ে এসেছিলেন সাজ্জাদুল হক রিপন।

তবে পরের তিন বলে পাশার দান পাল্টে দেন শেখ মাহেদী। পরপর তিন বলে তিন উইকেট তুলে হ্যাটট্রিক আদায় করে নেন তিনি। সেই সঙ্গে নাটকীয়ভাবে হারিয়ে দেন সিটি ক্লাবকে। সিটি ক্লাবের হয়ে ৩৭ বলে ৭৬ রানের অনবদ্য একটা ইনিংস খেলেন রিপন।

অবশ্য এর আগে চলতি ডিপিএলে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন পারভেজ হোসেন ইমন। ১১৪ বলে ১০০ রান করেন তিনি। তার দিনে জাকির হাসানের ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ রান।

সংক্ষিপ্ত স্কোরকার্ড:
প্রাইম ব্যাংক: ৩০৫/৮; (ইমন ১০০, জাকির ৭৯, মিঠুন ৪২; মেহেদী ৪/৬৮)।
সিটি ক্লাব: ৩০২/৭; (সাজ্জাদুল ৭৬, শাহরিয়ার ৬৬, জয়রাজ ৫৫, রাফসান ৩৬, সাদিকুর ৩৫, আশিক ২৪*; মাহেদী ৪/৮৬)
ফল: প্রাইম ব্যাংক ৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: মাহেদী হাসান।

সোহানের সেঞ্চুরি, শেখ জামালের জয়

নারায়নগঞ্জে শেখ জামালের বিপক্ষে পাত্তায় পায়নি ব্রাদার্স ইউনিয়ন। শেখ জামালের দেওয়া ২৫৭ রানের লক্ষ্যে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে গেছে ব্রাদার্স ইউনিয়ন। সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচসেরা হয়েছেন শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৫৬ রান জমা করে শেখ জামাল। দলের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন সোহান। দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান আসে ফজলে রাব্বির ব্যাট থেকে।

জবাব দিতে নেমে ৪০.২ ওভারে মাত্র ১৩৫ রান তুলে সবকটি উইকেট হারিয়ে বসে ব্রাদার্স। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৫৩ রান আসে রাহাতুল ফেরদোসের ব্যাট থেকে। শেখ জামালের হয়ে ৪টি করে উইকেট নেন রিপন মণ্ডল ও শফিকুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর
শেখ জামাল: ২৫৬; (সোহান ১০১, রাব্বি ৭৪, সাইফ ৩৪; জায়েদ ৩/৪৩, ওয়ালিদ ২/৫১)।
ব্রাদার্স: ১৩৫; (রাহাতুল ৫৩, শাকিল ২৬; শফিকুল ৪/১২, রিপন ৪/৪৪)।
ফল: শেখ জামাল ১২১ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: সোহান

সম্পর্কিত খবর