অনাকাঙ্ক্ষিত ঘটনা বলছেন লিটন, করলেন দুঃখ প্রকাশ

অনাকাঙ্ক্ষিত ঘটনা বলছেন লিটন, করলেন দুঃখ প্রকাশ

ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না লিটন দাসের। দলের জয়ে রাখতে পারছেন না ভূমিকা। প্রতিপক্ষকে উইকেট বিলিয়ে দিয়ে হচ্ছেন সমালোচিত। বিশ্বমঞ্চে এমন হতাশাজনক পারফরম্যান্সের পর লিটনকে নিয়ে হচ্ছে ট্রল। সেই তিনি ব্যাটে রান না পেলেও ঠিকই বিশ্বকাপ কাভার করতে যাওয়া সাংবাদিকদের ছোট করতে ছাড়েননি।

গতকাল পুনেতে টিম হোটেলে বাংলাদেশি সাংবাদিকদের রীতিমতো অপমান করেন লিটন। সাংবাদিকদের দেখিয়ে হোটেল নিরাপত্তারক্ষীদের বলেন, তাদের যেন এখান থেকে বের করে দেওয়া হয়। তার এমন কাণ্ডের পর গতকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে সমালোচনার ঝড়। সেই ঝড় সামলাতে এবার সাংবাদিকদের সাথে করা তার এই আচরণের জন্য দুঃখ প্রকাশ করে ফেসবুকে বিবৃতি দিয়েছেন লিটন।

সেই বিবৃতিতে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত বলে সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন লিটন, ‘গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকমীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যমকর্মীদের অবদান অনস্বীকার্য।’

এর আগে, পুনেতে গতকাল বাংলাদেশ দলের কোনো কার্যক্রম ছিল না। তবুও প্রতিবেদন তৈরি করতে নিয়ম মেনে হোটেল লবিতে ভিড় করেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রীড়া সাংবাদিক। হোটেলে তাসকিনসহ দলের অনেকের সঙ্গেই দেখা হয় সাংবাদিকদের। সৌহার্দ্যপূর্ণ আচরণও করেন তারা। তবে বিপত্তি বাধে লিটন দাসের বেলায়।

সম্পর্কিত খবর