রিশাদকে নিয়ে অনেক আশা মিরাজের
ওয়ানডে ক্রিকেটে এখনও পর্যন্ত রিশাদ সুযোগ পেয়েছেন মাত্র দুই ম্যাচ। টি-টোয়েন্টি তে নয় ম্যাচ৷ রিশাদকে টাইগার ম্যানেজমেন্ট রেখেছে সুনজরে। বাংলাদেশ তার কাছ থেকে পেতে চায় দুটো আউটপুট। এক লেগ স্পিনার হিসেবে দলে প্রতিষ্ঠিত করা, দুই লোয়ারঅর্ডারে ব্যাটিং ডেপথ বাড়ানো। লম্বা রেসের ঘোড়া হিসেবে এই লেগির ওপর ভরসা রাখছে ম্যানেজমেন্ট।
মাত্রই তার ক্যারিয়ারের শুরু। তাই তাকে নিয়ে কোনো তাড়াহুড়ো নয়। বিষয়টা জানালেন তারই সতীর্থ মেহেদি হাসান মিরাজ। বললেন, ‘অবশ্যই আমাদের বাংলাদেশ দল তো অনেক দিন ধরেই একটা লেগ স্পিনার অলরাউন্ডার খুঁজছিল। যে জিনিসটা রিশাদের মধ্যে আছে। আমি মনে করি, ওর এখনও অনেক দেওয়ার বাকি আছে, শেখার বাকি আছে। ওর মাত্র ক্যারিয়ার শুরু হয়েছে। যত ম্যাচ খেলবে ওর ক্যারিয়ারের জন্য ভালো হবে, অভিজ্ঞতা হবে।’
মিরাজ মানছেন যত্ন নিলে রিশাদ হবেন লম্বা রেসের ঘোড়া। তার কথা, ‘একজন লেগ স্পিনারের জন্য অত সহজ না কাজটা, অনেক কঠিন। আমাদের দেশে এবং বাইরে যখন খেলা হয় খেলায় অনেক কন্ট্রোল থাকতে হয়। যে জিনিসটা ওর ভিতরে আসছে আমি দেখেছি অনেক উন্নতি হয়েছে। সে যত ম্যাচ খেলবে তত শিখতে পারব। আমরা যদি ওর যত্ন নিতে পারি তাহলে আমাদের দেশের জন্য একটা বিরাট সম্পদ হবে।’
এ তো গেলো লেগ স্পিনার রিশাদের গল্প। ব্যাটার রিশাদ কি কম যান? শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে দুই উইকেটের পাশাপাশি ৩০ বলে ৫৩। যেখানে ছিলো সাতটা ছক্কা। যেটা বাংলাদেশের রেকর্ডও। তাইতো ব্যাটার রিশাদের দিকে আলাদা করে চোখ রাখছে ম্যানেজমেন্ট।
মিরাজ বললেন, ‘হ্যাঁ অবশ্যই। একটা বোলার যখন ব্যাটিং করতে পারে তখন কিন্তু দলের অনেক সুবিধা হয়। দল কিন্তু ভালো একটা পজিশনে যায়। রিশাদ ব্যাটিং করতে পারে এটা আমাদের দলের জন্য একটা সুবিধা। আমরা যদি ওকে যত্ন নিতে পারি ওকে যদি ঠিকঠাক ব্যবহার করতে পারি ও ব্যাটিংটাও ভালো করবে। টি-টোয়েন্টিতে কিন্তু ও ভালো একটা ইনিংস খেলেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে ও বড় শট খেলতে পারে। ওর সেই সামর্থ্য আছে।’
দেশে লেগ স্পিনার সংকটের গল্প নতুন কিছু না। কেউ আসলেও তার সেভাবে সুযোগ মেলে না কিংবা পরিচর্যা হয় না। অভিযোগ আছে অনেক। তবে রিশাদকে নিয়ে বিসিবির ভাবনা অনেকখানি ব্যতিক্রম।
বিষয়টা জানালেন মিরাজও। বললেন, ‘আমরা ওইভাবে চিন্তা করছি। আমিও ওর সাথে কথা বলেছি, টিম ম্যানেজমেন্টও কথা বলেছে। ওকে সুযোগ দেওয়া হয়েছে ব্যাটিংয়ের, নেটে। সে যদি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারে ও লম্বা সময় সার্ভিস দিতে পারবে এটা আমি মনে করি।’