আজও আলো ছড়ানোর অপেক্ষায় পেস ইউনিট
ওয়ানডে সিরিজ ১-১ এ সমতায়। দুই দলের শীর্ষ কয়েকজন ব্যাটার বড় রানও পেয়েছেন। উভয় দলের একজন করে ব্যাটার সেঞ্চুরির আনন্দে ভেসেছেন। তবে এই দুই ম্যাচের সার্বিক বিশ্লেষণ জানাচ্ছে চট্টগ্রামের ব্যাটিং নির্ভর এই উইকেটে এখন পর্যন্ত পারফরম্যান্সের বিচারে পেসাররা এগিয়ে। আরেকটু সুনির্দিষ্ট করে বললে, বাংলাদেশের পেসাররা। এগিয়ে থাকার সেই সুযোগটা আরো উন্নত করার একটা দারুণ সুযোগ পাচ্ছে আজ সোমবার (১৮ মার্চ) বাংলাদেশের পেস বোলাররা।
আজ তৃতীয় এবং শেষ ওয়ানডে। যে জিতবে সিরিজ তার। বাংলাদেশ সময় সকাল ১০টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে বাংলাদেশের পেস বোলিং ইউনিট আরেকবার নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছে।
যেহেতু ম্যাচটা শুরুর এবং শেষ হচ্ছে দিনের আলো থাকতেই। তাই রাতের শিশির বোলারদের জন্য বাড়তি কোনো সমস্যা হবে না। সেই স্বস্তি নিয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে নামছে আজ উভয় দল।
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে সাধারণ পারফরম্যান্সের পর বাংলাদেশের ফাস্ট বোলারদের জন্য শিরোপা নির্ধারণী ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পেস ইউনিট কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল এবং এখন শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে তাদের অগ্রগতি ধরে রাখার দারুণ একটা সুযোগ।
তবে ‘ফাইনালে’ পরিণত হওয়া আজকের এই ম্যাচের আগে দুই দলের পেস ইউনিটই খানিকটা ধাক্কা খেয়েছে। রোববার, ১৭ মার্চ সকালে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কার জন্য এই সিরিজ শেষ হয়ে যায়। সেই খবর লেখা শেষ না হতেই শোনা গেল বাংলাদেশের তানজিম হাসান সাকিবও ইনজুরিতে। হ্যামস্ট্রিং এর চোটে তিনিও ছিটকে গেছেন শেষ ম্যাচে। তার রিপ্লেসমেন্টও নিয়ে ফেলেছে বাংলাদেশ। সাকিবের জায়গায় এসেছে হাসান মাহমুদ। আর বাজে ফর্মের কারণে শেষ ম্যাচে লিটন দাসকে দলেই রাখেনি বাংলাদেশ। বাদ দেয়। তার জায়গায় এসেছেন জাকের আলী অনিক।
আজকের এই ম্যাচে পেস আক্রমণে তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজুর রহমানের। আর শ্রীলঙ্কাও লাহিরু কুমারা এবং প্রমোদ মাদুশানের সঙ্গে এই ম্যাচে অলরাউন্ডার চামিকা করুণারত্নেকে খেলানোর চিন্তা করছে।
দুই দলের পেস আক্রমণই কাগজে-কলমে বেশ ছন্দে রয়েছে। তবে অলিখিত ফাইনালে মাদুশঙ্কাকে হারানোটা শ্রীলঙ্কার জন্য বড় শঙ্কার কারণ হয়ে উঠতে পারে। সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপে আঘাত হেনেছিলেন এই মাদুশঙ্কা। নিশ্চিতভাবে আজকের ম্যাচে তার অভাব অনুভব করবে সফরকারিরা।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোববার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, দুই ওয়ানডেতেই আমাদেও ফাস্ট বোলিং ইউনিট একবার দিনে এবং একবার রাতে বোলিং করে দারুণ পারফর্ম করেছে। দ্বিতীয় ম্যাচে আমরা জিততে পারিনি। কিন্তু শিশিরভেজা সেই উইকেটেও আমাদের পেসাররা কার্যকরি ছিলেন বেশ।
তিনি বলেন, 'আমাদের ফাস্ট বোলাররা খুব ভালো বোলিং করছে। প্রথম ম্যাচে তানজিম হাসান সাকিব যেভাবে কামব্যাক করেছে, সেটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। আমাদের শুরুটা ভালো হয়নি। সে আমাদের তিন উইকেট এনে দিয়েছে, যা ছিল অসাধারণ। দ্বিতীয় ম্যাচে পাওয়ার প্লেতে ফাস্ট বোলাররা আমাদের তিন উইকেট দিয়েছে। কিন্তু শিশিরের কারণে আমরা ব্রেক থ্রু পাইনি। আমি মনে করি সামগ্রিকভাবে আমাদের বোলিং ইউনিট ভালো করছে।
সিরিজ নির্ধারণী ম্যাচটা শুরু হচ্ছে সকাল ১০টায়। এই ম্যাচের কন্ডিশন হবে ভিন্ন। শিশির নিয়ে এখানে কোনো দুঃশ্চিন্তা নেই। সেই প্রসঙ্গে মেহেদি বলছিলেন,‘আমরা কন্ডিশন সম্পর্কে অবগত। দিনের ম্যাচ আমাদের বাড়তি সাহায্য করবে। রাতের ম্যাচগুলো এখানে টসের ওপর অনেকটাই নির্ভর করে। টস জয়ী দল বাড়তি সুবিধা পায়। সেটা এই ম্যাচে থাকবে না।’
চট্টগ্রামের উইকেটকে আদর্শ উইকেট বলে অ্যাখায়িত করে মেহেদি জানান, এই ম্যাচ জয়ের জন্য তাদের দল শতভাগ আশাবাদি। এখন মাঠে ভালো পারফরমেন্স করতে হবে।’
-ভালো পারফরম্যান্স? ট্রফি জিততে সেই অপেক্ষায় বাংলাদেশ।