লিটন-তানজিমকে নিয়ে যা বললেন হাথুরু

লিটন-তানজিমকে নিয়ে যা বললেন হাথুরু

শেষ ওয়ানডেতে তিন পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। লিটন দাসকে অফ ফর্মের জন্য বাদ দেওয়া হয়েছে। যদিও আগের দিন সংবাদ সম্মেলনে মেহেদি হাসান মিরাজ বলেছিলেন, ‘তিনি বাদ পড়েছেন, এমনটা আমি মনে করি না’। 

তবে আজ বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, অফ ফর্মের কারণেই বাদ পড়েছেন লিটন। আজ ম্যাচের ঠিক আগে সম্প্রচারকারী টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে হাথুরু জানান এই কথা। 

লিটনের বিষয়ে তার ভাষ্য, ‘লিটনের অভিজ্ঞতার দাম আছে। আপনি জানেন না কখন এই ধরনের একটা খেলোয়াড় এসে ম্যাচ জেতানো ইনিংস খেলে দেবে! এমনটা যে কোনো সময়ই হতে পারে। তবে সে যেহেতু অনেক দিন ধরে ফর্মহীনতায় ভুগছে, সে কারণে দুর্ভাগ্যজনকভাবে তাকে ছেড়ে অন্য দিকে তাকাতে হচ্ছে আমাদের।’

আগের দুই ম্যাচে তানজিম হাসান সাকিব ছিলেন বাংলাদেশের অন্যতম সফল বোলার। তবে তাকে বাংলাদেশ এই ম্যাচে পাচ্ছে না চোটের কারণে। যদিও তার বদলে যাকে দলে ঢুকিয়েছে বাংলাদেশ, সেই মুস্তাফিজুর রহমান একাদশেরই আবার সবচেয়ে অভিজ্ঞ বোলার!

পরিস্থিতিটাকে তাই শাপে বরই মানছেন হাথুরু। তিনি বললেন, ‘সাকিব এখন পর্যন্ত ভালো বল করেছে। কিন্তু তার বদলি হিসেবেও আমরা আমাদের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়টাকে পাচ্ছি, তো এ বিষয়টাতেও বেশ খুশি।’

সম্পর্কিত খবর