নারীদের আইপিএলে চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

নারীদের আইপিএলে চ্যাম্পিয়ন বেঙ্গালুরু

পুরুষ আইপিএলে কখনও শিরোপার স্বাদ পায়নি টুর্নামেন্টের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রতিবারই বিশ্বমানের তারকা খেলোয়াড়দের দিয়ে গঠিত দল নিয়েও শিরোপার খুব কাছে যেয়েও খালি হাতে মাঠ ছাড়তে হয়েছে বিরাট কোহলিকে।

পুরষ দল না পারলেও বেঙ্গালুরুর নারী দল এবার আইপিএলে শিরোপা জয় করে দেখাল। বর্তমান সময়ে ভারতীয় নারী ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার স্মৃতি মান্ধানার নেতৃত্বে উইমেন্স প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসকে ৮ উইকেটে হারাল বেঙ্গালুরু।

দিল্লির দলে ছিলেন নারী ক্রিকেটের ইতিহাসের সফলতম অধিনায়ক মেগ ল্যানিং। অজি এই ক্রিকেটার দেশকে ৫টি বিশ্বকাপ এনে দিয়েছেন। আর বেঙ্গালুরুতে ছিলেন এলিস পেরি। ৬টী টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই নারী দশকসেরা ক্রিকেটার হয়েছিলেন। ফাইনালে দুই অজির লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেলেন পেরিই।

এদিন শুরুতে ব্যাট করে ১৮.৩ ওভারে ১১৩ রান সংগ্রহ করতে পেরেছিল দিল্লি। উদ্বোধনী জুটি থেকে ৬৪ রান আসার সুবাদে ভালো কিছুর আশায় ছিল দল। কিন্তু শেষ পর্যন্ত ব্যাটিং ধ্বসে বড় সংগ্রহ পায়নি দিল্লি।

লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ওভার পর্যন্ত ম্যাচ টেনে নিয়ে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৯.৩ ওভারে ১১৫ রান তুলে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মান্ধানার দল। এবারই প্রথমবারের মতো বেঙ্গালুরুর কোনো ফ্র্যাঞ্চাইজি কোনো শিরোপার দেখা পেল।

সম্পর্কিত খবর