দূরের পাল্লায় চোখ বাংলাদেশের

দূরের পাল্লায় চোখ বাংলাদেশের

অনেক দিন ধরেই বাংলাদেশ ঘরের মাঠে রীতিমতো অপ্রতিরোধ্যই ছিল। ২০১৪ এর আগস্ট থেকে গেল বছরের শেষ পর্যন্ত ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হেরেছিল মোটে একটা। মাঝে ভারতকে দুবার, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকাকে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। 

তবে ঘরের মাঠের এই অপ্রতিরোধ্য যাত্রাটা গেল বছরই থেমে গেছে দলের। ইংল্যান্ডের কাছে সিরিজ খোয়ানোর পর আফগানিস্তান আর নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ হেরেছে বাংলাদেশ। 

ঘরের মাঠে অপরাজেয় যাত্রার শুরু আর শেষটা নিজ চোখে দেখেছেন হাথুরু। দুই সময়ই দলের কোচ ছিলেন শ্রীলঙ্কান এই কোচ। দলের দুই অ্যাপ্রোচকেই তিনি দেখেছেন খুব কাছ থেকে। শেষ কিছু দিনে ফল বিপক্ষে যাচ্ছে কেন, তার একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন আজ।

তিনি জানালেন, দল আগে খেলত হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে ফল নির্ভর ক্রিকেট। তবে এখন সময় বদলেছে, তাই দল তাকাচ্ছে সামনের দিকে। তাই উইকেটও বদলে যাচ্ছে। 

হাথুরু বললেন, ‘আমাদের হোম রেকর্ডটা খুব ভালো। তবে এখন বিষয়টা হচ্ছে আমরা আজকাল ভিন্ন ভিন্ন সব উইকেটে খেলছি, কারণ আমরা এখন বড় কিছুতে চোখ রাখছি। আমার মনে হয় না বাংলাদেশ এ ধরনের উইকেটে অনেক দিন ধরে খেলেছে।’ 

আরেকটু পরিষ্কার করে বললে, বাংলাদেশ এখন এগোতে চাইছে ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে। এমন উইকেটে খেলানোটার কারণও তাই। হাথুরু বলেন, ‘আমরা আগে হোম অ্যাডভান্টেজের দিকে তাকাতাম। এখন আমরা ভবিষ্যতের দিকে তাকাচ্ছি, ২০২৭ সালের কথা ভাবছি। আমরা এমন উইকেট সাজাতে চেষ্টা করছি যাতে ব্যাটার-বোলার দুই পক্ষেরই সুযোগ থাকে। এটা এখানে নতুন বিষয়, তাই আমরা শিখছিও।’ 

দলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার সঙ্গে কারা কারা খাপ খাইয়ে নিতে পারেন, সেসবে এখন চোখ রাখছে টিম ম্যানেজমেন্ট। আর সে কারণে এখন পর্যন্ত দলের এই সিরিজটা নিয়ে বেশ আনন্দিত হাথুরু। 

তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনার সঙ্গে কারা সবচেয়ে ভালো খাপ খায়, সে তথ্যগুলো পাচ্ছি। ছোট ছোট এসব খুঁটিনাটি বিষয়ের দিকে তাকালে এই সিরিজটা যেভাবে কেটেছে তাতে আমি বেশ খুশি।’

 

সম্পর্কিত খবর