সিরিজ জিততে চাই ২৩৬

সিরিজ জিততে চাই ২৩৬

প্রথম ম্যাচের মতোই কি মাঠ পড়তে ভুল করল শ্রীলঙ্কা? প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। ভুল ভেঙেছে সন্ধ্যায় বল হাতে নেওয়ার পর। আজ টস জিতল টানা তৃতীয় বারের মতো। নিল ব্যাট করার সিদ্ধান্ত, সকালে থাকা উইকেটে আদ্রতার কথা কি ভুলেই গিয়েছিল সফরকারীরা? হয়তো! নাহয় কুশল মেন্ডিস টসের সময় নিশ্চয়ই খটখটে শুকনো পিচ বলে বসতেন না!

সে যাই হোক, ম্যাচে শ্রীলঙ্কা সুবিধা করতে পারেনি মোটেও। শুরু থেকে বাংলাদেশের সামনে মাথা নুইয়ে পড়েছে। লড়েছেন কেবল জানিথ লিয়ানাগে। তার সেঞ্চুরির আশেপাশেও নেই আর কেউ। দ্বিতীয় সর্বোচ্চ রানটা মোটে ৩৭, পাঁচে নামা চারিথ আসালঙ্কার। তাই শ্রীলঙ্কার পুঁজিটা শেষমেশ গিয়ে থেমে গেছে ২৩৫ রানেই! তাই সিরিজ জিততে এখন বাংলাদেশের দরকার ২৩৬ রান। 

টস হেরে বোলিংয়ে নেমে বাংলাদেশ শুরু থেকেই চাপে রেখেছে লঙ্কানদের। তাসকিন আহমেদ শুরুতেই ফেরান আগের ম্যাচের সেঞ্চুরিয়ান পাথুম নিসাঙ্কা আর অন্য ওপেনার আভিষ্কা ফার্নান্দোকে। ১৫ রানে ২ উইকেট খুইয়ে ফেলার পর থেকে আর ম্যাচে ফিরতে পারেনি লঙ্কানরা। নিয়মিত বিরতিতে উইকেট খোয়াতে খোয়াতে ৭৪ রানে ৪ উইকেট খুইয়ে বসে।

তখন ক্রিজে আসেন লিয়ানাগে। শেষ পর্যন্ত তিনিই লড়ে গেছেন। সেঞ্চুরি তুলে নিয়েছেন ১০১ বলে। লঙ্কান ইনিংসের হাইলাইটসও তিনিই। সঙ্গী অনেককেই পেয়েছেন। তবে জুটিগুলো বড় হয়নি শেষমেশ। সর্বোচ্চ জুটিটাও পেলেন মোটে ৬০ রানের, তাও আবার অষ্টম উইকেট জুটিতে। শ্রীলঙ্কা সঙ্গত কারণেই ২৩৫ রানের বেশি করতে পারেনি! বাংলাদেশ তাদের তা করতে দেয়নি। 

টসের আগে পিচ রিপোর্টে ফারভিজ মাহরুফ জানাচ্ছিলেন, উইকেটটা ২৭০-২৮০ রানের। সে উইকেটে প্রতিপক্ষকে ২৩৫ রানে আটকে থাকার তৃপ্তিটা নিয়েই ইনিংস বিরতিতে গিয়েছে বাংলাদেশ। 

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৩৫/১০ (কুশল ২৯, সামারাবিক্রমা ১৪, আসালাঙ্কা ৩৭, লিয়ানাগে ১০১*, হাসারাঙ্গা ১১, থিকসানা ১৫; তাসকিন ৪২/৩, মুস্তাফিজ ৩৯/২, সৌম্য ১০/১, মিরাজ ৩৮/২, রিশাদ ৫১/১)।

সম্পর্কিত খবর