আহত সৌম্যর বদলি তামিম, ফিল্ড আম্পায়ারও গরমে মাঠের বাইরে!
একাদশে তো তানজিদ হাসান তামিমের নামই ছিল না। সেই তিনি কিভাবে ব্যাটিং ওপেন করতে নামলেন? যারা ওপেনিংকে তানজিদ হাসান তামিমকে দেখে অবাক হয়েছিলেন তাদের জন্য উত্তর- এই ম্যাচে ‘কনকাসন সাব’ হিসেবে খেলছেন তানজিদ। ফিল্ডিংয়ের সময় ঘাড়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন সৌম্য সরকার। বিজ্ঞাপনের হোর্ডিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ঘাড়ে ব্যথা পান তিনি। মাঠ ছাড়তে বাধ্য হন। ব্যাটিংয়ে ফেরার মতো অবস্থায় ফিট হতে পারেননি সৌম্য। তাই তার বদলে ‘কনকাসন সাব’ হিসেবে ব্যাট করতে নামেন তানজিদ হাসান তামিম।
একাদশের কোনো খেলোয়াড় মাথায় বা ঘাড়ে চোট পেলে পরবর্তীতে ব্যাট বা বোলিং করতে সমর্থ না হলে বা মাঠে নামার মতো ফিটনেস না থাকলে অথবা মাঠে নামলে তার শারীরিক অবস্থা আরো খারাপ হতে পারে-এমন পর্যায় পড়লে দলের চিকিৎসক তাকে আর মাঠে নামার অনুমতি দেন না। তখন তার বদলে অতিরিক্ত তালিকায় থাকা কোনো খেলোয়াড়কে খেলানোর অনুমতি পায় সংশ্লিষ্ট দল। একেই বলে কনকাসন সাব। সিরিজের শেষ ম্যাচে আহত সৌম্য সরকারের কনকাসন সাব হিসেবে খেলছেন তানজিদ হাসান তামিম।
এই ম্যাচে বাংলাদেশের আরো দুজন খেলোয়াড় চোট পেয়ে মাঠ ছেড়েছেন। বোলার মুস্তাফিজুর ও বদলি খেলোয়াড় জাকের আলী অনিক রয়েছেন এই তালিকায়। মুস্তাফিজুরের চোট তেমন বড়কিছু নয়। তবে ক্যাচ ধরতে গিয়ে এনামুল হক বিজয়ের সঙ্গে ধাক্কাধাক্কিতে ঘাড়ে চোট পেয়ে মাঠ ছেড়েছেন জাকের আলী অনিক। তাকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়।
প্রচণ্ড গরমে এই ম্যাচের ফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো ইনিংস ব্রেকের পর মাঠে নামেননি। তার জায়গা চতুর্থ আম্পায়ার হিসেবে থাকা তানভীর আহমেদ একপ্রান্ত থেকে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন।