হেরেও খুশি বাটলার

হেরেও খুশি বাটলার

হার দিয়ে বিশ্বকাপ শুরু করা ইংল্যান্ড এক ম্যাচ জয়ের পর ফের হেরে বসেছে। আসরের তৃতীয় ম্যাচে বিশ্বকাপজয়ীদের নাকানিচুবানি খেতে হয়েছে আফগানদের বিপক্ষে। জস বাটলারের দল ম্যাচ হেরেছে ৬৯ রানের বড় ব্যবধানে। ম্যাচ হারলেও অবশ্য বিচলিত নন, ইংলিশ অধিনায়ক। হেরেও খুশি বাটলার আফগানদের দিয়েছেন ধন্যবাদ।

আফগানদের বিপক্ষে এই হার নেট রানরেটে বাজে প্রভাব পড়েছে। সামনে আরও বড় বড় দলগুলোর বিপক্ষে মাঠে নামার আগে যা শঙ্কার কারণ। তবে সেই লড়াইয়ের আগে আফগানদের বিপক্ষে এই হারকে আশীর্বাদ হিসেবেই দেখছেন বাটলার। জানিয়েছেন এই ধাক্কা দারুণ কাজে দেবে পরবর্তীতে এই টুর্নামেন্টে দারুণ কিছু করে দেখাতে।

ম্যাচ শেষে বাটলার বলেন, ‘এটা সত্যি যে হারতে কখনওই ভাল লাগে না। তবে আমাদের জন্য এই হারটা দরকার ছিল। ধাক্কাটা আমাদের জন্য প্রয়োজন ছিল। আফগানিস্তানকে ধন্যবাদ ও শুভেচ্ছা। ওরা আমাদের থেকে ভাল খেলেছে। যোগ্য দল হিসাবেই জিতেছে ওরা।’

আফগানদের বিপক্ষে হারলেও এখান থেকে ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড এমনটাই মনে করেন বাটলার, ‘কোনও অজুহাত নেই। কেউ ভাল করতে পারিনি। কাজেই এই হারের জ্বালা অনুভব করাটা জরুরী। এই হার আমাদের যত পুড়াবে আমাদের জন্য ততোই ভালো। তবেই আমরা পরের ম্যাচগুলোতে এই ভুলগুলো আর করব না।’

সম্পর্কিত খবর