সৌম্যের চোট নিয়ে যা জানাল বিসিবি
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বাউন্ডারি লাইনে চার বাঁচাতে গিয়ে পায়ে চোট পান সৌম্য সরকার। তৎক্ষণাৎ এই অলরাউন্ডারকে মাঠে বাইরে নিয়ে যাওয়া হয়। পরে ব্যাটিংয়ে আর নামেননি সৌম্য। তার পরিবর্তে কনকাসন সাব হিসেবে ব্যাট করতে নেমেছে তানজিদ হাসান তামিম। সৌম্য ব্যাটিং করতে না নামায় স্বাভাবিকভাবেই তাকে নিয়ে উদ্বিগ্ন তার ভক্তরা।
সৌম্যকে নিয়ে এবার আপডেট জানিয়েছে বিসিবি। এক বিবৃতিতে সৌম্যের বর্তমান অবস্থা জানিয়েছে বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান।
সৌম্যের চোট নিয়ে তিনি বলেন, ‘বাউন্ডারি বাঁচাতে গিয়ে বিজ্ঞাপনী বিলবোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে আঘাত পেয়েছেন সৌম্য। তার মাথা মাটিতে আঘাত করলে এতে তার ঘাড়ে জটিলতা অনুভব করে। একই কারণে মাথা ব্যথা এবং দৃষ্টিশক্তিতেও সমস্যা হচ্ছিল। পরে মাঠের বাইরে নিয়ে এসসিএটি–ফাইভ পরীক্ষা করা হয়। তার বাম পায়ের হাঁটুতেও চোট রয়েছে।’
সৌম্যের পরিবর্তে কনকাসন হিসেবে তানজিদকে ব্যাটিংয়ে নামানো নিয়ে বিসিবি জানায়, ‘টাইগারদের হয়ে বাঁ–হাতি এই ব্যাটসম্যানের ওপেনে নামার কথা ছিল। কিন্তু চোট থাকায় তার কনকাসন বদলি করার অনুমোদন নিয়েছি’।