টেস্টে নতুন মুখ রানা, দলে ফিরলেন লিটন
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের শোধ ওয়ানডে সিরিজ জয়ে তুলেছে বাংলাদেশ। সেই হিসেবে দুই দলই এখন ১-১ সমতায়। তবে সামনে টেস্ট সিরিজ থাকায় ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে দু’দলের সামনেই। দুই ম্যাচের সেই টেস্ট সিরিজ সামনে রেখেই এবার প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
যেই দলে নতুন মুখ ২১ বছর বয়সী পেসার নাহিদ রানা। বিপিএলে গতির ঝড় তুলে আলোচনায় এসে এবার জাতীয় দলে সুযোগের অপেক্ষায় তিনি। এছাড়াও সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে দলে না থাকা লিটন দাসকে ফেরানো হয়েছে লঙ্কানদের বিপক্ষে টেস্ট দলে। অবশ্য এর আগে লঙ্কানদের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ব্যর্থ হওয়ায় শেষ ওয়ানডে দল থেকে বাদ পড়তে হয়েছিল লিটনকে।
তবে এসব ছাপিয়ে আলোচনায় নাহিদ রানা। ২০২১ সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হওয়ার পর এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৬৩ উইকেট নিয়েছেন তিনি। তবে এই বোলার মূল আলোচনায় এসেছেন খুলনা টাইগার্সের হয়ে সবশেষ বিপিএলে খেলার সময়। যেখানে ১৫০ কি.মি ঘণ্টা বেগে বল করতেও দেখা গেছে তাকে। যার সুবাদেই এবার তাকে দলে টেনেছে বিসিবির নতুন নির্বাচক প্যানেল।
স্কোয়াডে রানাকে নিয়ে নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, ‘রানা খুব উত্তেজনাপূর্ণ এবং সম্ভাবনাময়। সে সম্ভবত এই মুহূর্তে বাংলাদেশের দ্রুততম বোলার। একইসঙ্গে খাড়া বাউন্স বের করতে পারেন। যদিও জাতীয় দলে সে প্রথমবার, তবে তার প্রথম-শ্রেণীর রেকর্ডটি বেশ চিত্তাকর্ষক। দলে আছেন আরেক তরুণ পেসার মুশফিক হাসান। এই পেসারদের অভিজ্ঞতা পাওয়ার এটাই সঠিক সময় কারণ এবাদত চোট পেয়ে বাইরে রয়েছেন এবং তাসকিন এই মুহূর্তে টেস্ট খেলছেন না।’
আগামী ২২ মার্চ সিলেটে প্রথম টেস্ট শুরু হবে। এরপর সেখান থেকে আরেক দফায় চট্টগ্রামে ফিরে আগামী ৩০ মার্চ দ্বিতীয় টেস্ট দিয়ে বাংলাদেশ সফরের ইতি টানবে লঙ্কানরা। সিরিজের দুটি টেস্টেই আইসিসি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ।
বাংলাদেশ স্কোয়াড (প্রথম টেস্ট)
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা।