মুশফিক ‘মেরে দাও’ বলতেই আগুনে ব্যাটিং রিশাদের

মুশফিক ‘মেরে দাও’ বলতেই আগুনে ব্যাটিং রিশাদের

ওয়ানডে সিরিজ জয়ের পর ট্রফি হাতে না নিয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম তুলে নিলেন হেলমেট। এরপর যা করলেন তা লঙ্কানদের কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার জন্য যথেষ্ট। সিলেটে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর ‘টাইমড আউট’ উদযাপন করেছিল লঙ্কানরা। চট্টগ্রামে এদিন সেই শোধই যেন নিলেন মুশফিক।

বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের হেলমেট ইস্যুকে মনে করিয়ে সফরকারীদের দিলেন খোঁচা। দলের অন্যতম সিনিয়র সদস্য যখন এমন উদযাপনে সতীর্থদের উদ্বুদ্ধ করে তখন বাকিরাই বা আর বাদ যাবেন কেন? সিরিজ জয়ের ট্রফি উঁচিয়ে ধরার সঙ্গে টাইমড আউটের সেই উদযাপনটাও সেরেছেন সকলে মিলে।

অভিজ্ঞ মুশফিক এদিন তরুণ রিশাদকে তাতিয়ে দিয়েছিলেন মাঠেও। জয় থেকে ৫৮ রান দূরে রিশাদ যখন ব্যাটিংয়ে নামলেন তখন শঙ্কার মুখে বাংলাদেশের জয়। সেই সময় কি বলেছিলেন মুশফিক যে উইকেটে নেমেই লঙ্কানদের অন্যতম সেরা বোলার হাসারাঙ্গার ওপর অমন চড়াও হয়েছিলেন রিশাদ। ব্যাট হাতে ৪ ছক্কা ও ৫ চারে ১৮ বলে করেন অপরাজিত ৪৮ রান।

এমন আগুনে ব্যাটিংয়ের পর ম্যাচসেরার পুরস্কার হাতে তুলে মুশফিকের সঙ্গে হওয়া সেই সব কথায় জানিয়েছেন রিশাদ। বলেন, ‘আমরা ম্যাচটা জিততে পারায় আমি খুবই আনন্দিত। প্রথমে আমি একটু নার্ভাস ছিলাম, পরে আমি ব্যাটে-বলে ভালোভাবেই সংযোগ করতে পেরেছি। মুশফিক ভাই বলেছেন, তোমার জোনে (জায়গায়) বল পেলে মেরে দাও।’ অভিজ্ঞ মুশফিকের এই ‘মেরে দাও’ কথাটা যে বেশ সাহস দিয়েছিল রিশাদকে। তা রিশাদের ব্যাটিংয়েই স্পষ্ট হয়েছে।

সম্পর্কিত খবর