লিজেন্ডস অব রূপগঞ্জের জয়, মোহামেডান ও গাজী টায়ার্সের হার

লিজেন্ডস অব রূপগঞ্জের জয়, মোহামেডান ও গাজী টায়ার্সের হার

চলমান ডিপিএলে টানা তৃতীয় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে আগের দুই ম্যাচে সহজ জয় পেলেও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে এদিন বেশ ধকল পোহাতে হয়েছে লিজেন্ডসদের। ২১০ রানের টার্গেট মাত্র ২ বল আগে জয় পেয়েছে মমিনুল হকের দল। যে জয়ের নায়ক আমিনুল ইসলাম। লিজেন্ডস অব রূপগঞ্জের জয়ের পথে ৫১ রানে অপরাজিত ছিলেন তিনি। একইদিনের অপর দুই ম্যাচে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী টায়ার্স ক্রিকেট একাডেমী।

সাভারে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট খরচায় লিজেন্ডস অব রূপগঞ্জকে ২১০ রানের লক্ষ্য ছুড়ে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব। রূপগঞ্জ টাইগার্সের হয়ে সর্বোচ্চ ৭৪ রান আসে অধিনায়ক ফরহাদ হোসাইনের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৫১ রান করেন মফিজুল ইসলাম। লিজেন্ডস বোলাদের মধ্যে ৪০ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন আব্দুল হালিম।

জবাবে ওপেনার তৌফিক খান ৬২ রান করলে শেষদিকে দ্রুত উইকেট হারিয়ে ম্যাচ হারের শঙ্কায় পড়ে যায় লিজেন্ডস। তবে দলকে শেষ পর্যন্ত জিতিয়ে মাঠ ছেড়েছেন আমিনুল। জয়ের পথে ৫১ রান করেন তিনি।

অবশ্য, এদিন জয় পায়নি মোহামেডান। গাজী গ্রুপের দেওয়া ১৯২ রানের সহজ লক্ষ্যেও ৩ রানে হেরে বসেছে ইমরুল কায়েসের দল। ৯৪ রানের ইনিংস খেলেও মোহামেডানকে জেতাতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন। পুরো ৫০ ওভার ব্যাট করেও শেষ পর্যন্ত ৩ রানের আক্ষেপ নিয়ে ম্যাচ হারতে হয়েছে তাকে।

দিনের আরেক ম্যাচে গাজী টায়ার্সের বিপক্ষে ৫২ রানের জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। সাভারে এদিন শুরুতে ব্যাট করে গাজী টায়ার্সকে ১৯৮ রানের টার্গেট ছুড়ে পারটেক্স। সেই লক্ষ্যে মাত্র ১৪৫ রানেই গুটিয়ে যায় গাজী টায়ার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান আসে আসিফের ব্যাট থেকে।

সম্পর্কিত খবর