অধিনায়ক শান্তর কণ্ঠে রিশাদ বন্দনা
টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও হারের শঙ্কায় পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে সেই শঙ্কা এদিন উইকেটে এসে দূর করেন রিশাদ হোসেন। টি-টোয়েন্টিতেও ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। যদিও বাংলাদেশকে জেতাতে পারেননি। সেই আক্ষেপটা এবার ওয়ানডেতে ভুলেছেন রিশাদ। খেলেছেন ১৮ বলে ৪৮ রানের একটা বিস্ফোরক ইনিংস। তার ওই ইনিংসে লঙ্কানদের বিপক্ষে সহজেই জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে তাই রিশাদ বন্দনায় শোনা গেল অধিনায়ক নাজমুল শান্তর কণ্ঠে।
জয়ের নায়ক রিশাদ হোসেনকে নিয়ে ম্যাচ শেষে শান্ত বলেন, ‘প্রথমে তো বোলিংটা খুবই গুরুত্বপূর্ণ। লেগ স্পিনার আমাদের নাই, ওর যদি শেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে দেখা হয় আমার মনে হয় ভালো বোলিং করছে। সাথে ব্যাটিংটা নিউজিল্যান্ড সিরিজে যেরকম ছিল সেখান থেকে আরও উন্নতি করেছে। তবুও অনেক উন্নতির জায়গা আছে। ওটা নিয়ে কাজও করছে। অবশ্যই অনেক খুশি। এ রকম খেলোয়াড় দলে থাকলে তো অবশ্যই ক্যাপ্টেনের জন্য অনেক সহজ হয়।’
সৌম্য সরকারের কনকাসন সাব হিসেবে মাঠে নেমে ৮৪ রানের একটা অনবদ্য ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম। যা বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিয়ে যায়। তানজিদকেও তাই প্রশংসায় ভাসাতে ভুলেননি শান্ত। তবে এরপরও সেট হওয়ার পর সেঞ্চুরি মিস ও তানজিদের আউট হওয়ার ধরন নিয়ে খুশি নন শান্ত।
বলেন, ‘খুবই ভালো ব্যাট করেছে ও। ইনিংসটা যেভাবে শুরু করেছে আমার মনে হয়। যতক্ষণ পর্যন্ত ব্যাটিং করেছে বিশেষ করে মাঝের ওভারে কিছু ওভারে খুবই ভালো ব্যাটিং করেছে। তবে যেভাবে আউট হয়েছে সেটা নিয়ে খুশি ছিলাম না কারণ সেট ব্যাটার উইকেটে থেকে খেলাটা শেষ করে আসতে পারলে ভালো হয়। কারণ কে ৮০ করল কে ১০০ করল এটা আসলে ম্যাটার করে না যতক্ষণ না দল জিতে। গুরুত্বপূর্ণ হল যে রানটা কতটা দলের সাহায্য করছে। অবশ্যই শুরুতে ভালো ব্যাটিং করেছে। তবে খেলাটা শেষ করা উচিত ছিল।’