বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে টেস্ট দলে হাসারাঙ্গা
আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৭ সালে পা রাখলেও নিজের প্রথম টেস্টটা খেলেছিলেন ২০২০ সালের একদম শেষে এসে। তবে সেখান থেকে প্রায় দেড় বছরে স্রেফ ৪টি টেস্ট খেলেই অবসরের ঘোষণা দেন শ্রীলঙ্কান তারকা লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। কারণ হিসেবে তখন বলেছিলেন, সাদা বলের দুই ফরম্যাটে বেশি মনোনিবেশ। তবে হঠাতই ঘোষণা দেওয়া সেই অবসর ভেঙে লাল বলের ক্রিকেটে ফিরতে চলেছেন হাসারাঙ্গা। এতে তাকে রেখেই বাংলাদেশ সফরের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
সবশেষ ২০২১ সালের এপ্রিলে পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষেই টেস্ট খেলেছিলেন হাসারাঙ্গা। তার প্রায় তিন বছর পর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই ফের টেস্টে ফিরতে চলেছেন তিনি।
স্রেফ ৪ টেস্ট খেলে গতবছরের আগস্টে হঠাতই অবসরে ঘোষণা দিয়েছিলেন এই লঙ্কান লেগ স্পিনার। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন তিনি। এদিকে হাসারাঙ্গা ফেরার সিরিজে লঙ্কান টেস্ট দলে ডাক পেলেন অভিষেকের অপেক্ষায় থাকা নিশান পেরিস। যার প্রথম শ্রেণির ক্রিকেটে ফর্ম দুর্দান্ত। এখন পর্যন্ত ৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ১৫৩ উইকেট নিয়েছেন তিনি।
এদিকে হাসারাঙ্গা, নিশান ছাড়াও শক্তিশালী স্পিন আক্রমণ নিয়েই টেস্ট দল সাজিয়েছে শ্রীলঙ্কা। সেই দলের আরও তিন স্পিনার প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস।
বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজটা ২-১ ব্যবধানে জেতার পরও সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে ঠিক ২-১ ব্যবধানে হেরেছে লঙ্কানরা। লড়াইটা এবার টেস্টে। আগামী ২২ মার্চ শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টই শুরু হবে ৩০ মার্চ।
বাংলাদেশ বিপক্ষে শ্রীলঙ্কার টেস্ট দল:
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস, দিমুথ করুণারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, লাহিরু উদারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, প্রবাথ জয়সুরিয়া, রমেশ মেন্ডিস, নিশান পেরিস, কাসুন রাজিথা, বিশ্ব ফের্নান্দো, লাহিরু কুমারা, চামিকা গুনাসেকারা।