শেষ বলের রোমাঞ্চে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ 

শেষ বলের রোমাঞ্চে পিএসএল চ্যাম্পিয়ন ইসলামাবাদ 

ফাইনাল যেন হলো ফাইনালের মতোনই। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে মুলতান সুলতান্সের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ৮ রান দরকার ছিল ইসলামাবাদ ইউনাইটেডের। সেখানে বল হাতে মোহাম্মদ আলী ও ব্যাটিং প্রান্তে ইসলামাদের আগের তিন ম্যাচের জয়ের নায়ক ইমাদ ওয়াসিম। সেখানে প্রথম চার বলে আসে ৭ রান। শিরোপা জিততে শেষ ২ বলে দরকার স্রেফ ১ রান। তবে ফাইনাল বলে কথা রোমাঞ্চ না হলে যেন চলে না। পঞ্চম বলে এসে সাজঘরে ফিরলেন নাসিম শাহ। এতে শেষ বলে ব্যাটিং এন্ডে আরেক টেল-এন্ডার ব্যাটার হুনাইন শাহ। সেখানে রোমাঞ্চ ছড়ানো শেষ বলে চার মেরে শিরোপা উৎসবে মাতে শাদাব খানের দলটি। 

সুলতানদের বিপক্ষে ২ উইকেটের এই জয়ে টুর্নামেন্টে সবচেয়ে বেশি তিনবার শিরোপা জিতল ইসলামাবাদ ইউনাইটেড। এদিকে আরও একবার হতাশ হতে হলো মোহাম্মদ রিজওয়ানের দলকে। ২০২১ সালে নিজেদের প্রথম শিরোপা জয়ের পর টানা তিন আসরে ফাইনালে উঠে তিনবারই হারের মুখ দেখল তারা। 

এদিকে পিএসএলের প্রথম আসর ২০১৬-তে শিরোপা জিতেছিল ইসলামাবাদ। এরপর ২০১৮ আসরেও জিতে সবশেষ পাঁচ আসরে পায়নি শিরোপার দেখা। সেই খরা কাটিয়ে নিজেদের শিরোপা ক্যাবিনেটে তৃতীয়টি যোগ করলো ফ্রাঞ্চাইজিটি। 

করাচিতে ফাইনালে আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় মুলতান। ১৪ রানেই ২ উইকেট হারানোর পর উসমান খানের দলীয় সর্বোচ্চ ৫৭ এবং শেষদিকে ইফতিখার আহমেদের ৩২ রানের ইনিংসের জবাবে ৯ উইকেটে ১৫৯ রানের লড়াকু সংগ্রহ পায় মুলতান। 

সেই লক্ষ্য তাড়ায় শুরুটা ঝোড়ো পেলেও মাঝে এসে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ইসলামাবাদ। ওপেনিংয়ে নেমে মার্টিন গাপটিলের পর ৫০ রানের পর আজম খানের ৩০ এবং শেষের এসে আরও একবার ক্যামিও ইনিংসে দলের জয়ের ভূমিকা রাখলেন ইমাদ (১৯*)। এতে ম্যাচসেরা হ্যাটট্রিক করলেন এই অলরাউন্ডার। প্রথম এলিমিনেটর, দ্বিতীয় এলিমিনেটরের পর ফাইনালে ম্যাচসেরার খেতাব ইমাদের দখলেই। এদিকে আসরজুড়ে ব্যাট হাতে ৩০৫ রান ও বোলিংয়ে ১৪ উইকেটের ভরে টুর্নামেন্ট সেরার খেতাব জেতেন শিরোপা জয়ী দলের কাপ্তান শাদাব খান। 

 

সম্পর্কিত খবর