আইপিএল মিশনে দেশ ছাড়লেন মুস্তাফিজ 

আইপিএল মিশনে দেশ ছাড়লেন মুস্তাফিজ 

মুস্তাফিজুর রহমানের আইপিএলের যাত্রা শুরু ২০১৬ সালে। বিশ্বের অন্যতম এই ফ্রাঞ্চাইজি লিগের সেবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেন তিনি। সেখানে ১৬ ম্যাচে নেন ১৭ উইকেট, ইকোনমি ছিল স্রেফ ৬.৯০। প্রথমবার খেলতে এসেই শিরোপা স্বাদ পান মুস্তাফিজ, জেতেন আসেরর সেরা উঠতি খেলোয়াড়। আইপিএলের ১৬ আসর এখন পর্যন্ত ভারতীয় ছাড়া কেবল মুস্তাফিজই জেতেন এই খেতাব। সেখান থেকে এখন পর্যন্ত আইপিএলের মোট ছয় আসরে চারটি ভিন্ন দলের হয়ে খেলেন তিনি। 

এবার সেই তালিকা যোগ হচ্ছে আরেক নাম। চেন্নাই সুপার কিংস। আইপিএলে নিজের পঞ্চম দল হিসেবে ২০২৪ সালে প্রথমবারের মতো বর্তমান চ্যাম্পিয়নদয়ের হয়ে মাঠ মাতাবেন ‘ফিজ’। সেটিকে সামনে রেখেই আজ (সোমবার) সকালে চেন্নাইয়ের দলে যোগ দিতে দেশ ছাড়লেন মুস্তাফিজ। 

গতকালই ঘরের মাটিতে লঙ্কানদের বিপক্ষে শেষ হয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেখানে সিরিজের প্রথম দুই ম্যাচের একাদশে না থাকলেও তৃতীয় ম্যাচে ফিরে দারুণ ছন্দে ছিলেন মুস্তাফিজ। ৯ ওভার বল করে ৩৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। এসেছিলেন নিজের কোটার শেষ ওভার করতেও। তবে হ্যামস্ট্রিংয়ে টান পাওয়ায় মাঠ ছাড়তে বাধ্য হন এই বাঁহাতি পেসার। পরে অবশ্য জানা যায়, চোট গুরুতর কিছু না। 

সেই ম্যাচ শেষে পরদিনই চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন মুস্তাফিজ। পৌঁছে আগামীকাল যোগ দিবেন ফ্রাঞ্চাইজিটির অনুশীলনে। 

সম্পর্কিত খবর