পিএসএল ফাইনালে দর্শক খরা, হতবাক পিসিবি প্রধান

পিএসএল ফাইনালে দর্শক খরা, হতবাক পিসিবি প্রধান

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নবম আসরের ফাইনাল মাঠে গড়িয়েছে গতকাল। করাচিতে হওয়া সেই রোমাঞ্চকর ফাইনালে শেষ বলে ২ উইকেটের জয় পেয়েছে ইসলামাবাদ ইউনাইটেড। মুলতান সুলতানকে হারিয়ে তৃতীয়বারের মতো উঁচিয়ে ধরেছে পিএসএলের শিরোপা। তুমুল উত্তেজনাকর এমন ম্যাচেও মাঠে দর্শক ছিল না পর্যাপ্ত। যা দেখেই হতবাক হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভী।

আসর শেষে দর্শক খরা নিয়ে কথা বলেছেন নাকভী। করাচিতে কেন এই হাল সেই প্রশ্নও দর্শকদের কাছে রেখেছেন তিনি। নাকভী বলেন, ‘ভবিষ্যৎতে এই বিষয়টির দিকে পিসিবি আরও নজর দেবে। আমার নিজেরও প্রশ্ন, কি কারণে করাচির স্টেডিয়াম ফাঁকা? বিষয়টি আমাকে হতবাক করেছে। একই সঙ্গে এটি একটি বিরাট প্রশ্ন।’

টুর্নামেন্টের বাকি ভেন্যুগুলির উদাহরণ টেনে করাচির মানুষ যে পিসিবি প্রধানকে অবাক করেছে তাও জানান তিনি। সেই সঙ্গে এর সমাধানের কথাও বলেন নাকভী।

নতুন পিসিবির এই প্রধান বলেন, ‘মুলতান, লাহুর এবং রাওয়ালপিন্ডিতে অনেক মানুষ এসেছে। আর সে কারণেই আমি অবাক হয়েছি, তাহলে করাচিতে কেন মানুষ আসবে না। আমরা চেষ্টা করছি বিষয়টির সমাধান বের করার।’

সম্পর্কিত খবর