লঙ্কানদের সিরিজ হারিয়ে ৩ লাখ টাকা বোনাস পাচ্ছেন শান্তরা

লঙ্কানদের সিরিজ হারিয়ে ৩ লাখ টাকা বোনাস পাচ্ছেন শান্তরা

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজ নিজেদের করেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। এবার টেস্ট সিরিজে মাঠে নামার পালা। তবে তার আগেই ওয়ানডে সিরিজ জয়ের পুরস্কার পাচ্ছে দলের ক্রিকেটাররা। সিরিজ জেতায় ওয়ানডে দলের প্রত্যেক সদস্যকে ৩ লাখ টাকা বোনাস দিচ্ছে বিসিবি।

সাধারণত প্রতিটি সিরিজ জিতলেই ক্রিকেটারদের পুরস্কৃত করে বিসিবি। দেওয়া হয় বোনাস। সেই ধারাবাহিকতায় লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের পর বোনাস দিয়েছে বিসিবি। তবে এবার বিসিবির বোনাসের পরিমাণটা বেড়েছে আগের চেয়ে।

ক্রিকেটারদের এই বোনাস দেওয়ার জন্যও একটা নিয়ম চালু করেছে বিসিবি। সেক্ষেত্রে বিবেচনা করা হয় কোন দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষ দলের র‌্যাংকিং কত। তার ওপরই মূলত নির্ভর করে ক্রিকেটারদের বোনাসের পরিমাণ কত হবে। আর এই র‌্যাংকিংকে তিন ধাপে ভাগ করেছে বিসিসি। প্রথম ধাপে আছে ১ থেকে ৩ নম্বর র‌্যাংক ধারী দল। দ্বিতীয় ধাপে ৪-৬ নম্বর র‌্যাংক ধারী দল। শেষ ধাপ ৭-৯ নম্বর র‌্যাংক ধারী। এই হিসেবে প্রতিপক্ষের র‌্যাংকিং যত ভালো বোনাসের পরিমাণও তত বেশি।

শ্রীলঙ্কার র‌্যাংকিং বর্তমানে সপ্তম। আর এই ৭-৯ র‌্যাংকিং ধারী দলের বিপক্ষে প্রতি ম্যাচ জয়ের জন্য ১ লাখ টাকা বোনাস দেয় বিসিবি। সঙ্গে সিরিজ জিতলে বোনাস হিসেবে আরও ১ লাখ দেয় বিসিবি। সে হিসেবেই তিন লাখ টাকা করে পাবে দলের ক্রিকেটাররা।

সম্পর্কিত খবর