আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে মুস্তাফিজ!

আইপিএলের উদ্বোধনী ম্যাচেই মাঠে মুস্তাফিজ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের পর্দা উঠছে শুক্রবার (২২ মার্চ)। আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

আইপিএলের উদ্বোধনী ম্যাচ ছাড়াও আরও একটি কারণে ম্যাচটির দিকে বিশেষ নজর থাকবে বাংলাদেশি আইপিএল সমর্থকদের। কেননা, এবারের আইপিএলে দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন মুস্তাফিজুর রহমান। এই আসরে তিনি খেলবেন চেন্নাই সুপার কিংসের জার্সি গায়ে।

যেই লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে এরইমধ্যে দেশ ছেড়েছেন মুস্তাফিজ। দলের পক্ষ থেকে মুস্তাফিজকে বরণ করে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সব ঠিক থাকলে মুস্তাফিজকে মাঠে দেখা যেতে পারে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই।

চেন্নাইয়ের প্রথম ম্যাচটি হবে তাদের হোম ভেন্যু এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। মূলত, এই স্টেডিয়ামে হতে চলা ম্যাচগুলোর কথা ভেবেই ‍মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে চেন্নাই। কেননা, চেন্নাইয়ের উইকেটে সাধারণত বাড়তি সুবিধা পায় স্পিনাররা। অন্য উইকেটের তুলনায় বেশ স্লো এখানকার উইকেট। যা মুস্তাফিজের জন্য আদর্শ।

এখানে মুস্তাফিজের স্লোয়ার ও কাটার বেশ কার্যকর হবে বলেই ধরা হচ্ছে। এছাড়াও মুস্তাফিজের খেলার সম্ভাবনা বেড়েছে আরও একটি কারণে। দলটির লঙ্কান পেসার মাথিসা পাথিরানা ছিটকে গেছেন চোটে। যা মুস্তাফিজের খেলার সুযোগ বাড়িয়ে দিয়েছে।

সম্পর্কিত খবর