খাবার টেবিল থেকে ক্রিজে, নেমেই ম্যাচ জেতানো ইনিংস
ধরুন আপনি দুপুরের খাবার খাচ্ছেন। কেউ এসে আপনাকে সেখান থেকে উঠে গিয়ে অন্য একটা কাজ করার হুকুম দিল। আপনি তখন কী করবেন? নিশ্চয়ই খুব করে চাইবেন খাবারটা শেষ করেই উঠতে। তানজিদ তামিমের সাথে হয়েছে আবার উল্টো।
একাদশে তিনি ছিলেনই না। টেনশন ফ্রি। খুব স্বাভাবিক ভাবেই লাঞ্চ টেবিলে খাবারটাই উপভোগ করেছিলেন। কিন্তু এরপরে যেটা ঘটলো শুনুন, তার মুখেই...
‘আমি লাঞ্চ করছিলাম। ওই সময় কোচ এসে বললেন কনকাসন হিসেবে ব্যাটিং করতে হবে। আমি সেটা প্রথমে সিরিয়াসলি নেইনি। আমি মনে করছি, মজা করছে। তবে পরে সিরিয়াসলি বলল, আমাকে ব্যাটিংয়ে যেতে হবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হারের পর বাংলাদেশকে টাইমড আউট সেলিব্রেশন দেখিয়েছিল লঙ্কান ক্রিকেটাররা। ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের ক্রিকেটারদেরও হেলমেট নিয়ে অভিনব সেলিব্রেশন। তবে বিশ্বকাপের রেশ ধরে এই ট্যুরে এসেও শ্রীলঙ্কার টাইমড আউট সেলিব্রেশন ব্যক্তিগতভাবে যেটা একদমই পছন্দ হয়নি তানজিদ তামিমের।
‘ওরা যেমন সেলিব্রেশন করেছিলো সেটা মেনে নেওয়ার মতো না। আসলে এটা ক্রিকেটে করা উচিৎ না। আজকে আমরা দেখিয়ে দিয়েছি আমরাও সিরিজ জিততে পারি।’