অবসর ভেঙেও টেস্ট খেলা হচ্ছে না হাসারাঙ্গার
নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে পরে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে শেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছেন। আসন্ন টেস্ট সিরিজ সামনে রেখে অবসর ভাঙার ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলা হচ্ছে না তার। ফের আইসিসির নিষেধাজ্ঞার শিকার হয়েছেন তিনি।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই টেস্ট নিষিদ্ধ করা হয়েছে তাকে। শেষ ওয়ানডেতে ম্যাচের ৩৭ তম ওভারে হাসারাঙ্গা আম্পায়ারের কাছ থেকে তার ক্যাপ ছিনিয়ে নেন এবং আম্পায়ারিংকে উপহাস করেন। যা আইসিসির কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার ২.৮ অনুচ্ছেদ বা ‘আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন সময় আম্পায়ারের সিদ্ধান্তে ভিন্নমত দেখানোর সামিল।’
এর শাস্তি হিসেবে হাসারাঙ্গাকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ৩ ডিমেরিট পয়েন্ট পয়েছেন তিনি। যার ফলে ২৪ মাসের মধ্যে ৮টি ডিমেরিট পয়েন্ট হয়েছে তার। সেই হিসেবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি। অর্থাৎ টেস্ট খেলা হচ্ছে না তার।
একই দিন শাস্তি পেয়েছেন লঙ্কানদের অধিনায়ক কুশল মেন্ডিস। আম্পায়ারদের সঙ্গে ম্যাচ শেষে হাত না মেলানো ও দুর্ব্যবহার করার কারণে আইসিসির লেভেল ২ এর অপরাধ করেছেন তিনি। যার ফলে ম্যাচ ফির ৫০ শতাংশ ও ৩ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকেও।