আইপিএলে ভাগ্য ফেরাতে নাম পরিবর্তন কোহলির দলের

  • নিউজরুম এডিটর
  • ০৯:৫২ এএম | ২০ মার্চ, ২০২৪

আইপিএলের ১৬ টি আসর পেরিয়ে গেলেও এখন শিরোপা জেতা হয়নি বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর (আরসিবি)। তাই ভাগ্য ফেরাতে এবার ১৭ তম আসর শুরুর আগে নাম পরিবর্তন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে খুব বেশি পরিবর্তন আসেনি নামে। বেঙ্গালোর এর পরিবর্তে বেঙ্গালুরু করা হয়েছে শব্দটিকে। নামের বাকি অংশ একই থাকছে। অর্থাৎ কোহলির দলের নতুন নাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

গতকাল চেন্নাইয়ের চিন্নাস্বামী স্টেডিয়ামে এক বর্ণাঢ্য আরসিবি আনবক্স অনুষ্ঠানে নিজেদের নতুন করে ব্র্যান্ডিং করে আরসিবি। একই অনুষ্ঠানে উদযাপন করা হয় মেয়েদের সাম্প্রতিক সাফল্যও। দলটির ইতিহাসে প্রথমবারের মতো এবার কোনো সর্বোচ্চ সাফল্য এসেছে মেয়েদের হাত ধরে। সম্প্রতি শেষ হওয়া মেয়েদের আইপিএলে শিরোপা উঁচিয়ে ধরেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলে এবারই প্রথম নাম পরিবর্তন করার ঘটনা ঘটেনি। এর আগেও আইপিএলের দুটো ফ্র্যাঞ্চাইজি নাম পরিবর্তন করেছিল। দিল্লি ডেয়ারডেভিলস নাম পরিবর্তন করে দিল্লি ক্যাপিটালস এবং কিংস ইলেভেন পাঞ্জাব থেকে হয়েছে পাঞ্জাব কিংস হয়েছে।

আগামী ২২ মার্চ মাঠে গড়াবে আইপিএলের ১৭তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামবে কোহলির বেঙ্গালুরু। এখান দেখার অপেক্ষা নাম পরিবর্তনের সঙ্গে ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে কিনা ফ্র্যাঞ্চাইজিটি।

খেলার দুনিয়া | ফলো করুন :