‘ফোনালাপ ফাঁস’, সন্ধ্যায় লাইভে আসছেন তামিম
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। সেই তার আজ ৩৫ তম জন্মদিন। তবে জন্মদিনের আগে ফের আলোচনা তামিমকে নিয়ে। এবারের প্রসঙ্গ মেহেদী হাসান মিরাজের সঙ্গে ফোন আলাপ ফাঁস। গতকাল রাতে বেসরকারি টেলিভিশনে মিরাজের সঙ্গে মুশফিক ইস্যুতে একটি ফোনালাপ ফাঁস হয় তামিমের। যা মুশফিক-তামিমের বন্ধুত্বের ফাটলকে ইঙ্গিত করে।
আর সেই সব নিয়েই চলতে তুমুল আলোচনা। তামিমের সঙ্গে মুশফিকের এমনটি করা ঠিক হয়নি বলছেন অনেকেই। অনেকেই আবার বলছেন এটি নতুন কোনো বিজ্ঞাপনের প্রচারণা। আর এই সব নিয়েই তৈরি হয়েছে রহস্যের ধূম্রজাল। সেই রহস্যের জাল খুলতে সন্ধ্যায় লাইভে আসার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল। নিজের অফিসিয়াল ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।
ফেসবুকে তামিম লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি।’
তার ওই পোস্টে তামিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। তামিমের জাতীয় দলের সতীর্থ মেহেদী হাসান মিরাজও ফেসবুকে তামিমকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। যেখানে মিরাজ লিখেছেন, ‘শুভ জন্মদিন তামিম ভাই! অবিচল সমর্থন, অটল বিশ্বাস এবং উত্সাহের জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ।’