জন্মদিনে জয়ের নায়ক তামিম

জন্মদিনে জয়ের নায়ক তামিম

আজ ২০ মার্চ। তামিম ইকবালের জন্মদিন। জীবনের ৩৫তম জন্মদিনটা ভালোভাবেই রাঙিয়েছেন তিনি। ব্যাট হাতে করেছেন ফিফটি, দলকে এনে দিয়েছেন টানা চতুর্থ জয়। রূপগঞ্জ টাইগার্সকে ৮ উইকেটে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ম্যাচ শুরুর আগেই বাধা পড়ে। ভেজা আউটফিল্ডের কারণে খেলা বন্ধ ছিল অনেকক্ষণ। টসে জিতে তাই রূপগঞ্জকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নিতে ভুল করেনি প্রাইম ব্যাংক। নাজমুল অপু-অলক কাপালিদের ঘূর্ণিতে রূপগঞ্জকে ৩১.১ ওভারে ১৩২ রানে অলআউট করে দেয় তামিমের দল। অপু ছিলেন সর্বাগ্রে। ২৪ রানে তুলে নেন ৩ উইকেট। অলক কাপালি এবং আশিকুর জামান দুটি করে উইকেট পান।

লক্ষ্যটা ছিল মোটে ১৩৩ রানের। তবে কন্ডিশনের কারণে সেটাও কঠিন হয়ে উঠতে পারত। সেটা শেষমেশ হতে দেননি তামিম আর পারভেজ হোসেন ইমন। তামিম আগের তিন ম্যাচে রানে ছিলেন না। ফর্মে ফেরার জন্য তিনি বেছে নিলেন নিজের জন্মদিনটাকেই। ৬ চার আর ২ ছক্কায় তিনি খেলেন ৭৮ বলে ৬৭ রানের ইনিংস। 

আব্দুল্লাহ মামুনের বলে বোল্ড হয়ে যখন তামিম ফিরছেন সাজঘরে, দল তখন জয়ের বন্দর থেকে খুব বেশি দূরে নেই! তার বিদায়ের পর ফিফটি করা ইমনও বিদায় নেন দ্রুত। তবে দলের জয় তুলে নিতে আর কোনো সমস্যাই হয়নি। দারুণ ফিফটিতে দলকে জয়ের পথ দেখিয়ে তামিম ইকবাল বনে যান ম্যাচসেরা।

সম্পর্কিত খবর