১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট
টি-টোয়েন্টি সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। এরপর ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জিতেছে। এবার দুই দল মুখোমুখি টেস্ট সিরিজে। তার প্রথম ম্যাচ হবে সিলেটে, যেখানে টি-টোয়েন্টি সিরিজে হেরেছিল স্বাগতিকরা।
সিলেটে অনুষ্ঠেয় এই টেস্টের টিকিটের দাম জানিয়ে দিয়েছে বিসিবি। এক বিবৃতিতে জানিয়েছে, সর্বনিম্ন ১০০ টাকায় দেখা যাবে এই টেস্টের এক দিনের খেলা।
বিসিবির বিবৃতিতে আছে পাঁচ প্রকারের টিকিটের দাম। সবচেয়ে বেশি দাম গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের। সে গ্যালারিতে বসে খেলা দেখতে গুণতে হবে আপনাকে ১০০০ টাকা। ক্লাব হাউজের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা। ইস্টার্ন গ্যালারির টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। সর্বনিম্ন দাম ওয়েস্টার্ন গ্যালারি আর গ্রিন হিল অঞ্চলে। দুটো জায়গার টিকিটের দাম ১০০ টাকা করে।
টি-টোয়েন্টি সিরিজটা ওই সিলেটেই মাঠে গড়িয়েছিল। সেই সিরিজের চেয়ে টেস্টের টিকিটের দাম অবশ্য বেশ কম। কমপক্ষে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত কমে গেছে টিকিটের দাম।
টিকিটের প্রাপ্তিস্থানও জানিয়েছে বিসিবি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল ফটকে লাক্কাতুরা টিকিট কাউন্টারে ও রিকাবিবাজারে সিলেট জেলা স্টেডিয়ামের মূল ফটকে পাওয়া যাবে এই টিকিট। ম্যাচের টিকিট পাওয়া যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচের দিন সকাল ৯:৩০ টা থেকে সন্ধ্যা ৪:৩০টা পর্যন্ত।