ডিপিএলে ফিরেই স্বরূপে সাকিব

ডিপিএলে ফিরেই স্বরূপে সাকিব

বিপিএলের প্লে অফে সবশেষ ম্যাচটা খেলেছিলেন সেই ২৮ ফেব্রুয়ারি। এরপর থেকে আজ পর্যন্ত অনুশীলন করেছেন মোটে একদিন। তবে সাকিব আল হাসানের স্বরূপে ফিরতে যেন তাই যথেষ্ট হয়ে গেল। ব্যাট হাতে করলেন ১৯, বোলিংয়ে তুলে নিলেন ৩ উইকেট; তাতেই সিটি ক্লাবের বিপক্ষে সাকিব তার দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এনে দিলেন ৪০ রানের দারুণ এক জয়। 

সাকিব এমন কিছু বিপিএলেও দেখিয়েছেন অবশ্য। ব্যাট হাতে যেমনই হোক, বল হাতে তিনি ছিলেন দুর্দান্ত, ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে। এবারের বিপিএলে আরও একটা বৈশিষ্ট্য ছিল সাকিবের; চোখের সমস্যায় ব্যাটিংয়ে অস্বস্তি। সেটা ডিপিএলেও তাড়া করে ফিরল তাকে। আজ ব্যাট হাতে নামলেন যখন, তখনও বারকয়েক চোখে পানি দিয়ে সে অস্বস্তি দূর করার চেষ্টা করতে দেখা গেল তাকে।

ব্যাট হাতে খুব বেশি রান করতে পারেননি তাই। করেছেন ১৯ রান। তবে ব্যাট হাতে তার সতীর্থরাই আলো কেড়েছেন বেশ করে। বৃষ্টিভেজা আউটফিল্ডের কারণে আজ ম্যাচটা হয়েছে ৩৪ ওভারের। টস জিতে শেখ জামালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় সিটি ক্লাব। 

সাকিব খুব বেশি কিছু করতে পারেননি। তবে ইয়াসির আলী রাব্বি (৭৮) আর নুরুল হাসান সোহানের (৭২*) দারুণ দুটো ফিফটিতে শেখ জামাল তুলে ফেলে ২০১৮ রান। 

জবাবে সিটি ক্লাবকে শুরু থেকেই ম্যাচ থেকে ছিটকে দিতে থাকেন সাকিব আল হাসান আর রিপন মণ্ডল। দুজনে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিতে থাকেন। শেষমেশ দুজন ৩টি করে উইকেট শিকার করেছেন। শেখ জামালের জয়টা সহজ হয়ে যায় তাতেই। ৩৪ ওভার টিকে ছিল সিটি ক্লাব, তবে ৯ উইকেট খুইয়ে তারা স্রেফ ১৭৮ রানই তুলে নিতে পেরেছে।

বল হাতে নৈপুণ্য দেখিয়েছেন সাকিব। দলের জয়ে রেখেছেন বড় অবদান। তবে শুরুর দিকের কঠিন উইকেটে ৭৮ রানের ইনিংস খেলে দলকে বড় স্কোরের পথ দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ইয়াসির আলী রাব্বি।

সম্পর্কিত খবর