ফোনালাপ ফাঁসের নেপথ্যে কী? ফেসবুক লাইভে জানালেন তামিম
মঙ্গলবার রাত নাগাদ ফেসবুকে ফাঁস হয়ে যায় তামিম ইকবাল আর মেহেদি হাসান মিরাজের একটা ফোনকল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ফোনকলে তামিমকে মুশফিকুর রহিমের অন্য কোনো দল গঠন নিয়ে মিরাজের সঙ্গে ক্ষোভ ঝাড়তে শোনা যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।
আজ বুধবার আবার তামিম ইকবালের জন্মদিন। নিজের ফেসবুক পাতায় অগনিত জন্মদিনের শুভেচ্ছাও পেয়েছেন তিনি। তার জবাবে আজ দুপুরের দিকে ফেসবুক পোস্ট দেন তামিম। সেখানে জানান আজ সন্ধ্যায় ফেসবুক লাইভে আসার কথা। হেতু? ওই যে গতকাল রাতের ফাঁস হওয়া সে ফোনালাপ!
ঠিক সময়ে ফেসবুক লাইভে হাজির হন তামিম। সেখানেই জানিয়েছেন গতকালের ওই ফোনকল ফাঁসের কারণ। শুরুতেই তিনি বলেন, ‘আপনারা সবাই দেখেছেন যে আমার আর মিরাজের মধ্যে একটা ভয়েস রেকর্ডিং ভাইরাল হয়ে গিয়েছিল।’
তবে সময় যত গড়িয়েছে, তামিমের বদলে যেতে থাকা অভিব্যক্তিই বলে দিচ্ছিল বিষয়টা অতো গুরুতর কিছুই নয়। সে লাইভে প্রায় শুরু থেকেই ছিলেন মিরাজ। এরপর ধীরে ধীরে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমকেও লাইভে ডেকে নেন তামিম।
সবশেষ তাদের সঙ্গে লাইভে আসেন মোবাইল আর্থিক প্রতিষ্ঠান নগদের কর্তা তানভির মিশুক। তার আগেই তামিম জানিয়ে দিয়েছিলেন পুরো বিষয়টি নগদের একটি ক্যাম্পেইনের অংশ। এরপর মিশুক পুরো বিষয়টি খোলাসা করেন সেই লাইভে।
ফেসবুকে গুরুতর কিছুর ইঙ্গিত দিয়ে শেষে বিজ্ঞাপনী প্রচারণার মতো পর্বতের মূষিক প্রসবের ঘটনা অবশ্য এবারই নতুন নয়। গেল বছর আগস্টের শেষ দিকে সাকিব আল হাসানও ফেসবুকে পোস্ট করেছিলেন, ‘আমি আর খেলবোনা। খেলবে কে জানাচ্ছি…’। বিষয়টা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। এরপর জানা যায় সেটি বিজ্ঞাপনের অংশ ছিল। সেটিও অবশ্য নগদের একটি ক্যাম্পেইনই ছিল। এরপর এবার তামিমও যোগ দিলেন তার দলে।