এবার টেস্ট দলে তাওহীদ হৃদয়
আঙুলের চোটের কারণে মুশফিকুর রহিম ছিটকে গেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে। তার জায়গায় তাওহীদ হৃদয়কে দলে টেনেছে বাংলাদেশ। ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন তিনি।
টি-টোয়েন্টি ও ওয়ানডের পর এবার শুরু টেস্ট সিরিজ। সিলেটে আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা বাংলাদেশের টেস্টের লড়াই। প্রথম টেস্টেই অভিষেক হয়ে যেতে পারে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের।
তার কপাল খুলল মুশফিকুর রহিমের চোটের কারণে। চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডেতে তাসকিন আহমেদের একটি ডেলিভারি ঠেকাতে গিয়ে উইকেটের পেছনে ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পান তিনি।
২৩ বছর বয়সী তাওহীদ হৃদয় এখন পর্যন্ত ৩০টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি খেলে ফেলেছেন। তবে বাংলাদেশের সাদা পোশাকে এখন পর্যন্ত অভিষেক হয়নি তার। যদিও প্রথম শ্রেণীর ক্রিকেটে তার শুরুটা হয়েছে বেশ ভালো। ১৪ ম্যাচ খেলে ৪৮.০৫ গড়ে ৯১৩ রান করেছেন তিনি।
প্রথম টেস্টের স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মমিনুল হক, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, তাওহীদ হৃদয়।