ওয়ানডেতে বাংলাদেশের সেরা শরিফুল
শেষ কিছু দিন ধরেই শরিফুল ইসলাম আছেন দুর্দান্ত ছন্দে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও তিনি ছিলেন সবার সেরা। তার ফলটা এবার দেখা গেল আইসিসি র্যাঙ্কিংয়েও। সাকিব আল হাসানকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের এক নম্বর বোলার বনে গিয়েছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে শরিফুল ৩ ম্যাচে খেলেছেন। ৩১ গড়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। তাতেই তিনি ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৪ নম্বর অবস্থানে।
এই সিরিজে সাকিব আল হাসান ছিলেন না। আর তাই সাকিবের অবনমন হয়েছে র্যাঙ্কিংয়ে। ৭ ধাপ পিছিয়ে তিনি নেমে গেছেন ৩১তম স্থানে। শরিফুলের দখল করা ২৪তম অবস্থানেই গেল সপ্তাহের শেষে ছিলেন সাকিব।
মেহেদি হাসান মিরাজও বড় লাফ দিয়েছেন র্যাঙ্কিংয়ে। ৪ উইকেট নিয়ে সাকিবের ঠিক পরে এসে দাঁড়িয়েছেন তিনি। ১২ ধাপ এগিয়ে ৩২তম অবস্থানে আছেন তিনি।
মুস্তাফিজুর রহমান খেলেছেন এক ম্যাচে। ২ উইকেট নিয়ে তিনি এগিয়েছেন ৫ ধাপ। তিনি বর্তমানে আছেন ৪৪তম অবস্থানে।
তবে সবার চেয়ে ভালো পারফর্ম করেছেন তাসকিন আহমেদ। ১৮.১৮ গড়ে তিনি ৩ ম্যাচের এই সিরিজে তুলে নিয়েছেন ৮ উইকেট। তাতেই তার অবস্থান এসে দাঁড়িয়েছে ৪২ এ। এই তালিকার শীর্ষে যথারীতি অবস্থান কেশভ মহারাজের। ব্যাটারদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আছেন বাবর আজম। অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের চূড়ায় মোহাম্মদ নবি। তার ঠিক পেছনেই আছেন সাকিব আল হাসান।
আইসিসির বর্তমান র্যাঙ্কিংয়ে ওয়ানডেতে বাংলাদেশের সেরা অবস্থানে আছেন মুশফিকুর রহিম। ৬ ধাপ এগিয়ে তিনি আছেন ২৬তম অবস্থানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আছেন তার পরে, ১০ ধাপ এগিয়ে তিনি আছেন তালিকার ৩৯তম স্থানে। পরের তিন জন হচ্ছেন সাকিব আল হাসান, লিটন দাস আর মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর অবস্থান তাওহীদ হৃদয়ের। ১২ ধাপ এগিয়ে তিনি আছেন ৭৬তম স্থানে।