টসে জিতে অজিদের বিপক্ষে বোলিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়ার মেয়েরা। আজ (বৃহস্পতিবার) সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে শুরু হচ্ছে অজিদের এই সফর। মিরপুর হোম অব ক্রিকেটে ম্যাচটি শুরু হয়েছে সকাল ৯টা ৩০ মিনিটে।
ঐতিহাসিক এই সিরিজের প্রথম ওয়ানডেতে নারীদের জয় শুরু টস দিয়েই। সেখানে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
এদিকে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়েছে সফরকারীরা। সুলতানা খাতুনের ঘূর্ণিতে দ্রুতই সাজঘরে ফিরেছেন ওপেনার ফোবে লিচফিল্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেটে অজি নারী দলের সংগ্রহ ১৫ রান।
জ্যোতির স্পিন আক্রমণের দলে এদিন একাদশের একমাত্র পেসার মারুফা আক্তার।
বাংলাদেশ একাদশ:
নিগার সুলাতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, সুলতানা খাতুন।