ডিপিএলে নেমেই মাশরাফির ৫ উইকেট
বাংলাদেশ প্রিমিয়ার লিগটা ভালো কাটেনি মোটেও। মাশরাফি বিন মুর্তজা এবার সিলেট স্ট্রাইকার্সের হয়ে তিন ইনিংস বল করে তুলে নিতে পেরেছিলেন মোটে ১ উইকেট। তবে ঢাকা প্রিমিয়ার লিগে দেখা গেল তার উল্টো দৃশ্যটা। এবারের মৌসুমে প্রথমবারের মতো নামলেন ডিপিএলে। নেমেই করলেন বাজিমাত, তুলে নিলেন ৫ উইকেট।
৪০ বছর বয়সী মাশরাফি বিপিএলে পাঁচ ম্যাচে খেলেছিলেন। তারপর নিজেকে সরিয়ে নিয়েছিলেন ব্যক্তিগত কারণে। এরপর এবার ডিপিএলের শুরুতেও তিন ম্যাচে খেলতে পারেননি তার দল লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে। নামলেন চতুর্থ ম্যাচে। নেমেই আলো কেড়ে নিলেন তিনি।
বিকেএসপির ৩ নম্বর মাঠে তিনি গাজী গ্রুপ ক্রিকেটার্সকে একাই ধসিয়ে দিয়েছেন। ৮ ওভার বল করে গেছেন টানা! ১৯ রান খরচায় তুলে নিয়েছেন একে একে পাঁচ উইকেট। লিস্ট এ ক্যারিয়ারে এটি তার অষ্টম ফাইফার। তার চেয়ে বেশি ফাইফার আছে কেবল আব্দুর রাজ্জাকের, ৯টি।
আজকের দিনটা দুর্দান্তই কেটেছে মাশরাফির। শুরুটা করেছিলেন পঞ্চম বোলার হিসেবে। পঞ্চম বলেই ভাঙেন ৪০ রানের জুটি। প্রিতম কুমারকে ফেরান তিনি।
এরপর চতুর্থ ওভারে তুলে নিয়েছেন আরও দুই উইকেট। সাব্বির হোসেন শিকদার আর ফয়সালকে দেখান সাজঘরের পথ।
পঞ্চম ওভারে মাশরাফির ঝুলিতে যায় মইন খানের উইকেট। এরপর এক ওভার বিরতি দিয়ে অ-১৯ বিশ্বকাপ খেলে আসা মাহফুজুর রহমান রাব্বিকে ফেরান তিনি। ফাইফার পূর্ণ হয় তার।
এমন তোপে গাজী গ্রুপ গুটিয়ে গেছে ১৩৬ রান তুলতেই। মাশরাফির ৫ উইকেটের পাশাপাশি আব্দুল হালিম নেন ২ উইকেট।