দ্য হান্ড্রেডে দল পাননি সাকিব-তামিমরা
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাবিক আল হাসান বেশ বড় নাম। এরইমধ্যে খেলে ফেলেছেন বিশ্বের বহু ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে কখনোই খেলা হয়নি তার। এ নিয়ে তৃতীয়বার হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব। তবে এবারও কপাল খোলেনি তার। সাকিবের মতো ড্রাফটে নাম দিয়েও দল পাননি তামিম ইকবালও।
এবার সব মিলিয়ে বাংলাদেশ থেকে ১৬ জন ক্রিকেটার দ্য হান্ড্রেডের ড্রাফটে নাম দিয়েছিলেন। তবে তাদের কেউই দল পাননি শেষ পর্যন্ত। ছেলেদের পাশাপাশি নারী হ্যান্ড্রেডে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে নিলামে নাম দিয়েছিলেন জাহানারা আলম। তবে দল পাননি তিনিও।
তবে এবার দ্য হান্ড্রেডের নিলামে দল পাননি অনেক তারকা ক্রিকেটাররাই। ইংলিশ ব্যাটার জেসন রয় যেমন দল পাননি। তেমনি নিলামে নাম দিয়েও দল পাননি অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার ও পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।
এবার বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৭৫ হাজার পাউন্ড মূল্যের ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন সাকিব। এরপর ৬০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে ছিলেন তামিম ও লিটন। ৫০ হাজার পাউন্ডের ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ড্রাফটে নাম দেওয়া বাকিরা নো রিজার্ভ প্রাইস ক্যাটাগরিতে নাম দিয়েছিলেন।