মুশফিক নেই, তরুণদের সুযোগ লুফে নেওয়ার সময় এখন
টি-টোয়েন্টি, ওয়ানডের পর এবার টেস্টের পালা। এবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা বাংলাদেশের জন্য খানিকটা আলাদা। চোটের কারণে সিনিয়রদের অনেকে নেই, দলে আবার তারুণ্যের ছড়াছড়ি। কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানালেন, তরুণদের কাছেই সুযোগটা আসতে চলেছে। তবে তাদের উচিত তা দুই হাতে লুফে নেওয়া!
সাকিব আল হাসান ছিলেন না এই সিরিজের কোনো অংশেই। টেস্টেও নেই। তার সঙ্গে যোগ হয় শেষ মুহূর্তে মুশফিকুর রহিমের চোট। ফলে তাকেও ছিটকে যেতে হয় দল থেকে। তাকে যে মিস করবে দল, তা লুকাননি কোচ হাথুরু। বলেন, ‘মুশিকে আমরা মিস করব, তার অভিজ্ঞতাকেও। সে ভালো ফর্মে ছিল। এমন অভিজ্ঞ একজনের বিকল্প রাতারাতি পাওয়াটা খুবই কঠিন।’
বিকল্প পাওয়া কঠিন, কিন্তু সে পথে হাঁটা ছাড়া তো উপায়ও নেই বাংলাদেশের। তরুণদের ওপর তাই ভরসাটা রাখতে চান হাথুরু। তবে তার আগে এটাও বলে রাখলেন, এখন সময়টা সুযোগ দুই হাতে লুফে নেওয়ার।
হাথুরু বলেন, ‘এখন আমাদের তরুণ খেলোয়াড়দের সমর্থন দেওয়া উচিত। হৃদয় আসছে। আমাদের এই দলে আরও দুই ব্যাটার আছে, দীপু আর সাদমান, তারা অনেক দিন ধরে আমাদের টেস্ট দলের সঙ্গে আছে। বাংলাদেশের সবার জন্য এটা বেশ রোমাঞ্চকর একটা সময়, নতুন খেলোয়াড়দের দিকে তাকাতে হবে এই ভেবে যে তারা কী করতে পারে! আমি যদি তাদের একজন হতাম, তাহলে আমি সুযোগটা দুই হাতে লুফে নিতে চাইতাম।’