সাকিবকে ছাড়াই ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ!
-সাকিব আল হাসান কেমন আছেন?
চেন্নাইয়ে নিউজিল্যান্ড ম্যাচে চোটে পড়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। পেশির চোট। স্ক্যান করাতে হাসপাতালে ছুটতে হয়েছিল। সেই চোট নিয়েই পুনেতে আসেন সাকিব। বিসিবির মেডিকেল টিম জানিয়েছিল, সাকিবের যে চোট তা বিশ্রাম নিলে সেরে যাবে। এই সময়টায় তার চোটের সার্বিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে।
বিসিবির সেই পর্যবেক্ষণ চলছে। তবে সাকিব এখন পর্যন্ত ম্যাচ খেলার মতো ফিটনেস পেয়েছেন কি না- তার উত্তর মেলেনি। পুনের টিম হোটেলে সোমবার টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও দলের অধিনায়কের ফিটনেস নিয়ে যা বলেছেন তাতেও পরিস্কার কোনো উত্তর মেলেনি। সাকিবের ফিটনেস এখনো ধোঁয়াশায়!
সুজন যা বলেছিলেন তা ঠিক এমন-‘সাকিব ক্রমশ ভালো হয়ে উঠছেন। আমার মনে হয় ব্যথামুক্ত আছেন। তবে এখনো যেহেতু মাঠে নামেনি তাই পুরো সিনারিওটা বলা যাবে না। মঙ্গলবার (১৭ অক্টোবর) আমাদের অনুশীলন সেশন রয়েছে। সেখানে নেটে ব্যাটিং করবে। রানিং বিটুইন উইকেট করবে। তখন বোঝা যাবে তার অবস্থা কোন পর্যায়ে আছে। তবে আমরা আশাবাদি যে এই ম্যাচের আগেই আমরা তাকে পাবো। আমাদের ধারণা যে সে (সাকিব) খেলতে পারবে। তবে সেই সঙ্গে মনে রাখতে হবে মেডিকেল ইস্যু আছে। তার পায়ে টিয়ার (চিড়) আছেই। তাই ঝুঁকির ব্যাপার থাকেই। তবে ব্যথা নেই। আজকে জিম ছিল। কালকে নেটে ব্যাটিংয়ের পরে আমরা হয়তো বুঝতে পারবো তার অবস্থা এখন কোন পর্যায়ে আছে। তার চোটের আরেকটি স্ক্যান করা হবে কাল মঙ্গলবার। স্ক্যানের রিপোর্টে আমরা সাকিবের চোট সম্পর্কে পরিস্কার একটা ধারণা পাবো।’
তাহলে সাকিবকে নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে?
সুজন বললেন, ‘দেখুন ব্যথা থাকতেই পারে। কারণ টিয়ারের (চিড়) ব্যাপার এটি। ব্যথাটা ফিরে আসতেও পারে। হতেই পারে। তবে কতটুকু রিকভারি হয়েছে সাকিবের সেটা আগে দেখতে হবে। তবে এখন ব্যথা নেই, এটাই স্বস্তির বিষয়। অনেক সময় এমন চোটে হাঁটতেও কষ্ট হয়। সাকিবের অবশ্য এখন তেমন কিছুই নেই। সেই জন্যই আমরা খানিকটা আশাবাদি। তবে মাঠে না গেলে পরিস্কার কিছু বোঝা যাবে না। স্লো ভঙ্গিতে হাঁটা এবং রানিংয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় সাকিব চোট পেয়েছিল। কিন্তু তারপরও সে পুরো ১০ ওভার বোলিং করেছিল। সাকিব যদি এখন কমফোর্ট ফিল করে তাহলে তো কথাই নেই। সাকিব খুব করে চাইছে এই ম্যাচে খেলতে। তবে সেটা অবশ্যই নির্ভর করে তার শতভাগ ফিটনেসের ওপরে অবশ্যই।’
টিম ডিরেক্টর যা জানালেন, তার অর্থ পরিস্কার অধিনায়ক এখন ভারত ম্যাচের জন্য শতভাগ ফিট নন। তার শতভাগ ফিটনেস ছাড়া তাকে তাড়াহুড়ো করে এই ম্যাচের জন্য নামাবে না টিম ম্যানেজমেন্ট। তার চোট যাতে আরো না বাড়ে সেই চেস্টাই করা হবে। এই চিন্তাই জানাচ্ছে ভারত ম্যাচের জন্য সাকিব এখনো অনিশ্চিত!
এই প্রসঙ্গটা টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও স্পষ্ট করলেন- ‘বিশ্বকাপে এখনো বাংলাদেশের ছয়টা ম্যাচ বাকি আছে। একটা ম্যাচ খেলে সাকিব পুরো বিশ্বকাপ মিস করুক সেটা আমরা চাই না। সেটা আমরা কেউই চাই না। তবে সাকিব ভারত ম্যাচে খেলবে কি না, সেই বিষয়ে ফিজিও, ডাক্তার তাদের সিদ্ধান্ত জানাবেন। সাকিবও নিশ্চয়ই ব্যাপারটা বুঝবে। আমরা চাই না সাকিব ঝুঁকি নিয়ে এই ম্যাচ খেলে তার ক্যারিয়ারকে লম্বা সময়ের জন্য বিপদে ফেলুক। ফিজিওর ক্লিয়ারেন্স পেলেই তবে সাকিব এই ম্যাচ খেলবে। নইলে এই ম্যাচ যদি সাকিবকে ছাড়াই আমাদের খেলতে হয়, তাহলে আমরা সেটাই করবো।’
পুনেতে ক্রিকেট দল সোমবারও (১৬ অক্টোবর) পুরোপুরি বিশ্রামে কাটায়। কোনো ধরনের ক্রিকেট কর্মসূচি ছিল না দলের। তবে সাকিব ১৯ অক্টোবর ভারতের বিরুদ্ধে ম্যাচে সাকিব যে এখনো শতভাগ নিশ্চিত নন, সেই দুঃসংবাদ শোনা গেল এমন ক্রিকেটহীন দিনে।