লিটনকে নিয়ে আশায় হাথুরু

লিটনকে নিয়ে আশায় হাথুরু

টি-টোয়েন্টিতে তাও কিছু রান করেছিলেন দুই ম্যাচে, ওয়ানডে ফরম্যাটে তাও করতে পারেননি লিটন দাস। যে কারণে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ থেকে তাকে বাদ দেওয়া হয়। সে ম্যাচটা জিতেছে বাংলাদেশ। 

এরপর টেস্ট সিরিজেই আবার ফিরে এলেন লিটন। লাল বলের ক্রিকেটে লিটনের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন ওঠেনি শেষ এক বছরে। উঠেছিল তার সাদা বলের ক্রিকেট নিয়ে। লাল বলের ক্রিকেট ফিরে আসায় তাই দলেও আবার ফিরে এসেছেন তিনি। 

তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে তাকে নিয়ে বুক বাধছেন আশায়। আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট ইনিংসটাতেই যে তিনি করেছিলেন ৬৬ রান। সে ধারাটা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেও নিয়ে আসুন লিটন, হাথুরুর চাওয়া এমনই। হাথুরুর কথা, ‘আমি চাই লাল বলে ও অনেক বেশি রান নিয়ে আসুক। সে ভালোভাবে অনুশীলন করছে।’ 

টেস্টে লিটনের সফল হওয়ার সম্ভাবনা কেন বেশি, তার একটা কারণও জানালেন হাথুরু। বললেন, ‘এটা পুরোপুরি আলাদা একটা ফরম্যাট। সে থিতু হওয়ার জন্য অনেক বেশি সময় পাবে এখানে। তার প্রতিভা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই, আমরা জানি সে সাদা বলে একটা বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তবে লাল বলের ক্রিকেট পুরোপুরি ‘ডিফ্রেন্ড বল গেম’, আশা করছি সে ফর্মেই থাকবে।’

সম্পর্কিত খবর