ডিপিএলেও ব্যর্থ মাহমুদউল্লাহ, মোহামেডান-শাইনপুকুরের জয়

ডিপিএলেও ব্যর্থ মাহমুদউল্লাহ, মোহামেডান-শাইনপুকুরের জয়

শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ তিন ওয়ানডেতে নিজের নামের সুবিচার করতে পারেনি অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ওয়ানডেতে তাও ৩৭ রানের ইনিংস খেলে দলকে রেসে তুলেছিলেন। তবে এরপর দ্বিতীয় ও শেষ ওয়ানডেতে ব্যর্থ হয়েছেন তিনি। সেই ব্যর্থতা কাটাতে পারেননি চলতি ডিপিএলে প্রথমবার খেলতে নেমেও। ফিরেছেন মাত্র ২ রান করে। অবশ্য মাহমুদউল্লাহ ব্যর্থ হলেও তার দল মোহামেডান ঠিকই এদিন জয় তুলেছে পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। একইদিন জয় পেয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবও।

সাভারে বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাট করতে নামা পারটেক্সকে মাত্র ১৮৭ রানে বেধে ফেলে মোহামেডান। পারটেক্সের হয়ে সর্বোচ্চ ৫১ রান এসেছে অধিনায়ক মিজানুর রহমানের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান আসে তানবির হায়দারের ব্যাট থেকে। মোহামেডান বোলারদের মধ্যে আবু হায়দার শিকার করেন ৩ উইকেট। দুটি করে উইকেট নেন কামরুল ইসলাম ও আরিফুল হক।

জবাবে অধিনায়ক ইমরুল কায়েস ৯ রানে সাজঘরে ফিরলেও প্রান্তিক নওরোজ নাবিল ৬০ রানের ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়ে যান। পারে মাঝে দ্রুত উইকেট পড়লেও ৭০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। এ জয়ে টেবিলের ৪ নম্বরে উঠে এসেছে মোহামেডান। ৪ ম্যাচে তিন জয় নিয়ে তাদের পয়েন্ট ৬।

দিনের আরেক ম্যাচে ফতুল্লায় শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৭৩ রানে হেরেছে গাজী টায়ার্স ক্রিকেট ক্লাব। এদিন শুরুতে ব্যাট করে গাজী টায়ার্সকে ২২৫ রানের টার্গেট ছুড়ে শাইনপুকুর। সেই টার্গেট তাড়া করতে নেমে মাত্র ১৫১ রানে গুটিয়ে যায় গাজী টায়ার্স। ব্যাট হাতে ২১ রানের পর বল হাতে ১২ রান খরচায় ২ উইকেট তুলে ম্যাচসেরা হয়েছেন রাকিবুল হক। এদিন শাইনপুকুরের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট তুলেছেন রিশাদ হোসেন।

সম্পর্কিত খবর