মুস্তাফিজদের নতুন অধিনায়ক কে এই গায়কোয়াড়?

মুস্তাফিজদের নতুন অধিনায়ক কে এই গায়কোয়াড়?

মহেন্দ্র সিং ধোনি এমনই। কখন কি সিদ্ধান্ত নেবেন-আপনি আগেভাগে কখনো টের পাবেন না। এবারের আইপিএল শুরুর একদিন আগে ঠিক যেন তেমনই আরেকটি বোমা বিস্ফোরণ ঘটালেন ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। নতুন অধিনায়ক হিসেবে রিতুরাজ গায়কোয়াড়ের নাম ঘোষণা করেছে চেন্নাই সুপার কিংস।

চেন্নাই সুপার কিংস তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে জানায়, দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন মহেন্দ্র সিং ধোনি। নতুন অধিনায়ক হিসেবে তারা রিতুরাজ গায়কোয়াড়কে নির্বাচিত করেছে।

ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস পাঁচবার আইপিএলের শিরোপা জিতেছে। গেল মৌসুমের ট্রফিও জিতেছে তারাই। তাই নতুন করে গায়কোয়াড় চেন্নাইয়ের অধিনায়ক হওয়ায়; তাকে নিয়ে আগ্রহ জন্মেছে দলটির সমর্থকদের। বিশেষ করে বাংলাদেশি আইপিএল সমর্থকদের। কেননা, এই দলটিতেই যে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আইপিএল মাতানোর কথা মুস্তাফিজুর রহমানের।

চেন্নাইয়ের নতুন অধিনায়ক গায়কোয়াড় মূলত একজন ওপেনার ব্যাটার। চেন্নাই সুপার কিংসে খেলছেন ২০২০ সাল থেকে। ভারতের জাতীয় দলের হয়ে ছয়টি ওয়ানডে এবং ১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ওপেনার।

গত মৌসুমের আইপিএলে ১৬ ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছিলেন তিনি। করেছিলেন ৫৯০ রান। স্ট্রাইকরেট ছিল ১৪৭.৫০। এখন পর্যন্ত চেন্নাই সুপার কিংসের হয়ে ৫২টি ম্যাচ খেলেছেন গায়কোয়াড়।

তাছাড়া ধারণা করা হচ্ছে ধোনির জন্য সম্ভবত এটাই হতে যাচ্ছে শেষ আইপিএল। তাই নেতৃত্বে পরিবর্তন আনতেই হতো চেন্নাইকে। অবশ্য গত ২০২২ আইপিএলেও এই ভাবনা থেকে নেতৃত্বে পরিবর্তন এনে রবীন্দ্র জাদেজাকে অধিনায়ক করেছিল চেন্নাই। তবে শেষ পর্যন্ত ব্যর্থতার জন্য আসরের মাঝ পথেই ফের নেতৃত্বে ফিরতে হয়েছিল ধোনিকে।

আর সেই কারণেই এবার তাই কাজটা ধোনির উপস্থিতিতেই সারতে চায় চেন্নাই। যেখান মত আছে ধোনিরও। ধোনির কাছ থেকে পরামর্শ নিয়েই গায়কোয়াড়কে করা হয়েছে অধিনায়ক। অর্থাৎ ভবিষ্যতের কথা বিবেচনা করেই লম্বা সময়ের জন্য গায়কোয়াড়কে অধিনায়ক করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে সেটা আসলে নির্ভর করবে তার নেতৃত্বে কেমন করে দেল সেটার ওপর।

সম্পর্কিত খবর